বহুদিন দেখা হয়নি
কথাও হয়নি আর কখনো
তবু মনে পড়তো মাঝে মাঝেই
মনে পড়তো তোমার চঞ্চলতা
তোমার মিষ্টি ঠোঁটে হাসির দেখা
ডাগর চোখের হৃদয়কাড়া দৃষ্টি
মনে পড়তো অনেক কিছুই।।
বহুদিন পরে আবার দেখা
চোখে চোখে নয় কোন কথা
দুইজন দুই প্রান্তে বসা
কিছু ছবি কিছু বর্ণের খেলা
তবু অন্যরকম এক ভালো লাগা।।
আবার হয়তো হারিয়ে যাওয়া
দূরে বহুদূরে সীমানা অজানা
তবে থাকবে হৃদয় মাঝে গাঁথা।।
এইতো মোদের দেখা এইতো কথা।।
দেখা -- মোঃ হেলাল উদ্দিন
২১/০৪/২০২২
No comments:
Post a Comment