Saturday, October 15, 2022

শরতের আকাশ -- মোঃ হেলাল উদ্দিন

 

শরতের আকাশে ভাসছে সাদা মেঘ

এই নয়তো বৃষ্টির আবেশ

তবু কেন বৃষ্টি ঝড়ে

বৃষ্টি পড়ে টাপুরটুপুর

সকাল দুপুর সবক্ষণে সবখানে।

এই কি তবে শারদ প্রভাত

এই কি তবে শরৎ আকাশ

বুঝতে পারা বড়ই দায়

কেমন করে বুঝবো তোমায়

কেমন করে বলবো তোমায়

আমি যে আজ পড়েছি দায়।

শারদ সকাল শারদ বিকেল

তার মাঝেতে মেঘের আবেশ

সেই মেঘেতে বৃষ্টি ঝড়ে

মাঝে মাঝে রৌদ্র হাসে

এই রোদ এই বৃষ্টি

এ সবই শরতের সৃষ্টি

হে শারদ তোমার এ কোন কৃর্তি।

তুমি কেন এমন করো

তোমার মাঝে কিসের দুঃখ

কিবা তোমার হাসির রহস্য

কেনবা তোমার মন খারাপ

কেউ কেন তা বুঝতে চায়না

কেউ কেন তা বুঝতে পারে না

না কি তুমি বুঝতে দাওনা

শুধু রং পাল্টাও বুঝবে বলে মনে ভাবো

এই কি তোমার মনের গোপন কথা।

শরতের এই আকাশ দেখো

সাথে দেখো তার লুকানো

হাসি, কান্না, দুঃখ, ব্যাথা

প্রেম আর ভালোবাসা, বিরহ বা বেদনা

সব কিছুই পাবে দেখে

একটুখানি চেয়ে দেখো

শারদের এই আকাশ দেখো।

 
 
 শরতের আকাশ 
 


No comments:

Post a Comment