Wednesday, September 7, 2022

অনুকাব্য- ০৬ -- মোঃ হেলাল উদ্দিন

 (১)

বলেছিলাম তুমি কবিতা হও

আমি হই কবি,

তোমায় লিখতে লিখতে

তোমায় আবৃত্তি করতে করতে

আমি একটু সুখ খুঁজে পাই যদি।


(২)

বলেছিলাম তুমি আমার কবিতা

আমি তোমার আঁকা ছবি,

তোমার ছবিতে আমার কবিতায়

ছন্দের তালে রঙের ছোয়ায়

আমি সুখ খুঁজে পাই যদি।


(৩)

বলেছিলাম তুমি নায়িকা হও

একটা উপন্যাস লেখি আমি,

ভালোবাসায় সাজানো গল্পে

প্রেমের স্রোতে ভাসিয়ে যদি

সুখের সাগরে একটু ভাসতে পারি।


অনুকাব্য - ০৬ -- মোঃ হেলাল উদ্দিন

1 comment: