Wednesday, September 7, 2022

অনুকাব্য- ০৫ -- মোঃ হেলাল উদ্দিন

 (১)

রাত যতো গভীর হয়

তোমাকে না পাওয়ার বেদনা ততো তীব্র হয়।


(২)

রাতের গভীরে ঘুমিয়ে সবে

আমি জেগে থাকি তোমাকে পাবার অপেক্ষাতে।


(৩)

রাতের শেষে সূর্য হাসে

তুমি ফিরে আসো নাতো আমার কাছে।


(৪)

জানি তুমি আসবে কাছে

এ জীবনে না হলেও পরজনমে ভালোবেসে।


(৫)

আমি আছি থাকবো অপেক্ষাতে

ইহজনমে পরজনমে ভালোবেসে সবখানেতে।

 

অনুকাব্য- ০৫ -- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment