Wednesday, September 7, 2022

অনুকাব্য- ০৪ -- মোঃ হেলাল উদ্দিন


(১) 

তোমার চোখের মায়ায়

মুখের ঐ হাসিতে,

মরেছি তো অনেক আগেই

ঝুলেছি প্রেমের ফাঁসিতে।।

 

(২)

অথচ তোমার প্রেমের সুধা
পান করে আমি হতে পারতাম
তোমার প্রেমের তাজ,
আজ সেই প্রেম কেন অন্যখানে বিলিয়ে
তুমি নিঃস্ব রাজ। 

অনুকাব্য-০৪ -- মোঃ হেলাল উদ্দিন


No comments:

Post a Comment