Teacher, Writer & Researcher
শরতের ঝড়া শিউলি ফুলের মতনহেমন্তের বিকেলগুলো মোর ফুরিয়ে গেলতবু তোমায় নিয়ে ঘুরে দেখা হলনা শেষবেলা।
যেখানে মাঠের শেষে সবুজের সাথে মিশে আছেহালকা কুয়াশামাখা সূর্যাস্তের রঙিন খেলাআমার দেখা হলনা তোমায় নিয়ে সেই মেলা।
হেমন্ত ভাবনা
-- মোঃ হেলাল উদ্দিন
_______29.11.2017
No comments:
Post a Comment