Sunday, January 2, 2022

সত্যি নয় স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

 তোমার সাথে এমন করে দেখা হবে
তা আমি ভাবতেও পারিনি,
কিন্তু না, শেষ পর্যন্ত দেখা হয়েই গেল।
তোমাকে একবার দেখবো বলে
কতোবার পরিকল্পনা করেছি,
কিন্তু না, কোন পরিকল্পনাই কাজে লাগেনি।
তোমাকে একটি বার আর দেখা হয়ে ওঠেনি।
কিন্তু আজ? আজ যেন মেঘ না চাইতেই বৃষ্টি।
আজ তোমার সাথে দেখা হয়েই গেল।
এমন করে তোমার সাথে দেখা হবে,
তোমার সাথে একটুখানি কথা হবে,
তা আমার স্বপ্নেও ভাবনা আসেনি।
তবুও তাই হয়ে গেল,
তোমার দেখা পেলাম, কথা বললাম।
জানো, তুমি দেখতে অনেক সুন্দর
অপলক তোমার চাহনি,
মিষ্টি তোমার মুখের হাসি,
তোমার কন্ঠের মধুরতা আকুল করার মতো,
সত্যিই তুমি অনেক সুন্দর।
তোমার কন্ঠের সুমধুর হাসি শুনে
আমার ঘুম ভেঙ্গে গেল,
জেগে দেখি তুমি নেই।
তবে কি আমি স্বপ্ন দেখলাম?
তাই হবে হয়তো, এতো সত্যি হবার নয়।

  ________________
  Md. Helal Uddin
        07/02/2017

No comments:

Post a Comment