কোন এক উদাসী বিকালে
উদাসী কারো পথ চেয়ে
তাকিয়ে তুমি উদাস নয়নে,
এমনি ক্ষণে দেখা তোমার সনে
তুমি ফিরে চাওনি আমার পানে
আমি তবু ভুল বুঝিনি তোমারে।
তোমার অমন চাহনি দেখে
তোমার অমন নয়নে তাকিয়ে
আমি যাই প্রেমে পড়ে বারে বারে,
তুমি ফিরে তাকাওনি বলে
বলিতে পারিনি তোমার সনে
তাই লিখে যাই কবিতার ছলে।
আমি মনের কথা যাই লিখে
যদি কখনো পড়ে তোমার চোখে
তুমি বুঝে নিও ভালোবাসি তোমারে।
উদাসী বালিকা
তুমি বুঝে নিও আমার মনের কথা।
--------------------
উদাসী বালিকা
No comments:
Post a Comment