Saturday, March 5, 2022

মায়া -- মোঃ হেলাল উদ্দিন

 

নীলদিগন্তে সন্ধ্যা ঘনিয়েছে 

নদীর জলে তার ছায়া, 

আমি দাঁড়িয়ে অপলক চোখে 

চোখের সামনে তার মায়া।

 

 যে মায়ায় পড়ে আমি

ভালোবেসে যাই তোমাকে,

কখনো আমায় যেওনা ছেড়ে 

রেখো বেঁধে তোমার হৃদয় পিঞ্জরে।

 

মায়া -- মোঃ হেলাল উদ্দিন



No comments:

Post a Comment