ছাত্র জীবন সুখের জীবন
যদি না থাকতো এক্সামিনেশন।
এ কথা ভুলে গিয়ে বারে বারে
অংশ গ্রহন করি বিসিএস প্রিলিমিনারিতে।
পরীক্ষা দিলাম, সবারই খবর নিলাম
বেশ ভালোই তো হয়েছে সবার
এ কথাই প্রথমে শুনলাম।
সময় বাড়ছে, প্রশ্ন কঠিন হচ্ছে
কাট মার্কস কমছে, হতাশা বাড়ছে
আমার হবে না সে কথা আগেই জানতাম।
তবুও অন্য যারা আছেন তাদের বলি
হতাশার কিছু নেই, হবে এবারই।
কাট মার্কস যাই হোক, লাগবে না বেশি
তাই টেনশন বাদ দিয়ে, হয়ে যান খুশি।
আর আমার বেলায়,
সুখে থাকতে ভূতে কিলায়, ক'য়ে গেছে রাম
তাইতো এবারও বিসিএস প্রিলিতে অংশ নিলাম।
বিসিএস প্রিলি
-- মোঃ হেলাল উদ্দিন
০১/১০/২০১৬
No comments:
Post a Comment