Thursday, March 3, 2022

'সফলতার রহস্য' -- মোহাম্মদ আয়াজ করিম (Review: মোঃ হেলাল উদ্দিন)

 

"কখনও কখনও জীবন আপনার মাথায় শক্ত ইট দিয়ে আঘাত করতে পারে, তাই বলে আস্থা হারাবেন না।"- কথাগুলো আমার নয়। এমন অসাধারণ ও উদ্দীপনা মূলক কথার দেখা মিলবে মোহাম্মদ আয়াজ করিম এর লেখা 'সফলতার রহস্য' নামক ছোট্ট এই বইটিতে। বইটি পড়লেই যে, যে কেউ রাতারাতি সফলতার দেখা পেয়ে যাবে তা কিন্তু নয়। তবে সফলতা পাওয়ার জন্য আমাদের অনেক কিছুই করার আছে এবং তা করার জন্য অনেক পথ ও পদ্ধতি আছে, যার সাথে পরিচিত হওয়া যাবে, যা আমাদেরকে সফলতা পথে এগিয়ে নিতে সাহায্য করতে পারে। তবে এজন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে- ভাগ্যে, জীবনে, লক্ষ্যে এবং কর্মের উপর। আর এটা অবশ্যই মনে রাখতে হবে যে, 'আপনি তাই পাবেন যা আপনি মনে মনে আশা করেন।'- এমারসনের কথা এটা। এটাও মনে রাখতে হবে, উন্নতি তাদের হয় না যারা প্রথমবার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেন। তাই কখনো হাল ছাড়া যাবে না, যদি মৃত্যুও কড়া নাড়ে। মনে রাখবেন মৃত্যুর ভয় হলো সবচেয়ে ভালো পথ ব্যর্থতাকে জয় করার। তাই আমাদেরকে সব সময়ই স্মরণ করতে হবে মৃত্যুকে এবং আস্থা রাখতে হবে সৃষ্টিকর্তার উপর। এই বইটা পড়ার মাধ্যমে যা জানতে সাহায্য করবে তা হলো, সুখী হওয়ার কৌশল, রাগ নিয়ন্ত্রণের উপায়, কষ্ট থেকে মুক্তির উপায়, টেনশান থেকে দূরে থাকার উপায়, সিদ্ধান্ত নেয়ার কৌশল এবং ব্যর্থতার বত্রিশটা কারনসহ আরো অনেক প্রয়োজনীয় তথ্য, যা সফলতার পথের সন্ধান দিতে সাহায্য করবে যদি আপনি তা চেষ্টা করেন। সফলতা আমাদের সবার জন্যই আছে যদি আমরা তা চাই। মনে রাখবেন, সৃষ্টিকর্তা কিছু দিতে দেরী করার অর্থ এই নয় যে তিনি প্রত্যাখ্যান করেছেন। আমরা আমাদের চেষ্টাতেই সফলতা অর্জন করার চেষ্টা করি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। আর একটা কথা মনে রাখবেন, "Late is better than never. But early is better than late. Hence it is better to start working for success just now."
 
 
                                                            মোঃ হেলাল উদ্দিন
                                                                ২৮/০৮/২০১৭
                                                                    বরিশাল।

1 comment: