আজিকের দিন (২৯ ফেব্রুয়ারি) এসেছিল চারি বছর আগে
তখন ছিলে না তুমি এমন আমারই পাশে।
তুমি এলে, থাকবে তুমি আমার হৃদয়ের মাঝে
জনম জনমে ভালোবাসার সাথী হয়ে অন্তরে।
তুমি আছো, থাকবে তুমি আমার ভালোবাসতে
তোমায় নিয়ে কাটাবো জীবন স্বর্গ সুখের পরশে।
মান-অভিমানে, সুখে-দুঃখে চাই শুধু তোমাকে
তোমাতে আমাতে থাকিতে চাই এই জীবনে।
এমন দিন যেন আসেনা কখনো এই জগতে
যেদিন তুমি থাকবেনা পাশে আমায় ভালোবেসে।
আমি আছি, থাকবো আমি তোমায় ভালোবেসে
কখনো তোমায় যাবোনা ছেড়ে এই জীবন থাকিতে।
২৯ ফেব্রুয়ারি ও তুমি
No comments:
Post a Comment