মাঝে মাঝে মনের খেয়ালে
কিছু কাজ করে যাই নিরালে
হয়ে যায় স্মৃতি সময় ফুরলে।
মাঝে মাঝে হৃদয়ের গহীনে
ইচ্ছে জাগে ঘুরে বেড়াই মধ্যরাতে
অশ্বারোহী হয়ে তোমার সাথে।
মাঝে মাঝে তৃষ্ণা জাগে হৃদয়ে
উষ্ণ গরম জলে ঠোঁট দু'টি ভেজাতে
তোমার সাথে মধ্য রাতের ক্ষণেক্ষণে।
যখন হয়না পূরণ মনের ছোট্ট চাহন
ইচ্ছাগুলো করে রাখি সেলফির ফ্রেমে বাঁধন।।
মধ্যরাতের সেলফি
ইচ্ছাগুলো করে রাখি সেলফির ফ্রেমে বাঁধন।।
ReplyDelete