শুনেছি আজ রাতের আকাশে নাকি
উঠেছে একখানি ডালির মতো চাঁদ
যার আলোয় ভেসে যাচ্ছে পৃথিবীর
সকল দুঃখের আবাদ আর ভরে উঠছে
প্রেম ভালোবাসার অবাধ জোয়ার।।

খুব ইচ্ছে করে মনটা ভরে দেখি একবার
কি এমন সেই চাঁদের জোয়ার
যে আলোয় উদ্ভাসিত হচ্ছে, খুলে যাচ্ছে
পৃথিবীর রোমান্টিক মানুষের প্রেমের দুয়ার।।

জানালার পর্দা সরাতেই সে আলোর ঝলকানি
ভাবছি একি চাঁদের আলো না টর্নেডো বা সুনামি
জানি না, মনকে আর ধরে রাখতে পারি না
ইচ্ছে হয় হারিয়ে যাই প্রবল গতিধারায়
যে গতি থামানো বড়ই দায়, আমি অসহায়।।

এমন চাঁদের আলো শীতের কুয়াশা ভেদ করে
কেঁড়ে নিয়ে গেল সহস্র মানব মানবীর হৃদয়
পলকেই শান্ত করে দিল এই অশান্ত ধরায়
অজস্র অতৃপ্ত প্রেমাতুর বক্ষ পিঞ্জিরায়।।

চাঁদ ডুবে যায়, আচ্ছন্ন কুয়াশা শিশির হয়ে
ঝরে পড়ে বিন্দু কণায় পাতায় পাতায়
শিশির সিক্ত পত্রগুলো আড়মোরা দিয়ে জাগে
নতুন সূর্যালোকে, নতুন দিনের প্রত্যাশায়
সাথে থাকে স্মৃতির ছোয়া নিয়ে এ ধরায়।।

চাঁদ হারায়, শিশির হারায়, হারায় পিঞ্জিরায়
প্রেমের স্রোত তবু বহে মানব মানবীর হৃদয়
হায়রে প্রেম, এমনি করেই ঝড় তোলে
ভাসিয়ে বেড়ায় হৃদয়ে হৃদয় সময় অসময়।।

জোসনা ও প্রেম 

-- মোঃ হেলাল উদ্দিন
      04.12.2017