Monday, February 7, 2022

আজ এই পথে -- মোঃ হেলাল উদ্দিন

 আজ এই পথেই হবে মোর
জীবনের অবসান
মুক্তি পাবে সকল শান্তিরা
গুছে যাবে সকলের দুঃখ ব্যথা
ভেঙ্গে যাবে বদ্ধ দেয়ালের দরজা
খুলে যাবে সীমাহীন সুখের জানালা।।
আজ এই পথেই হবে মোর
শেষ পথ চলা
আজ ভুলে যাবো জীবনের যতো চাওয়া
ভুলে যাবো জীবনের যতো পাওয়া
ভুলে যাবো, দিয়ে যাবো সব স্বাধীনতা
করে যাবো মুক্ত তোমার সুখের দেখা।।
আজ এই পথে খুঁজে নেব মোর
জীবনের শেষ ঠিকানা
খুঁজে নেব মোর সব ব্যর্থতা আর সফলতা
আজ ফুরাবে তোমার সকল দুঃখ, কষ্ট, বেদনা
ভাঙ্গবে তোমার কষ্টের সীমানা খুলবো তোমার
অসীম সুখের আর পূর্ণতার পর্দা।।
আজ এই পথেই খুঁজে নেব মোর
জীবনের শেষ ঠিকানা
তুমি পাবে না, কোন দিনও পাবে আর
কোন দুঃখ, কষ্ট, যন্ত্রণার দেখা।।
আজ এই পথেই শেষ হবে মোর
জীবনের শেষ পথ চলা।।
আজ এই পথেই শুরু হবে তোমার
সুখের নতুন ঠিকানা।।


আজ এই পথে 

-- মোঃ হেলাল উদ্দিন

1 comment:

  1. আজ এই পথেই শুরু হবে তোমার
    সুখের নতুন ঠিকানা।।

    ReplyDelete