এই বসন্ত বরিষণে
তোমার চাহনির মুগ্ধতা পেয়ে
আমি হারিয়ে যাই ভালোবাসার গভীরে।
যতোই দেখি তোমায়, ততোই হারাই আমায়
জড়িয়ে যাই, তোমার অকৃত্রিম ভালোবাসায়
যেখানে বাঁচার উপায় নাই, না পেলে তোমায়।
এই বসন্তের মধুক্ষণে
তোমায় বলি আমি গোপনে, বলি আমি যতনে
ভালোবাসি তোমায় হৃদয় মন ও প্রাণে চিরতরে।
এই বসন্তে
No comments:
Post a Comment