Friday, February 4, 2022

জীবন -- মোঃ হেলাল উদ্দিন

 জীবন!
একটা গল্প, একটা কবিতা,
কিংবা একটা উপন্যাস নয়।
যেখানে নায়ক-নায়িকা থাকে,
থাকে প্রেম আর দু'চোখ ভরা স্বপ্ন।
থাকে পাওয়ার অবারিত আনন্দ,
মাঝে মাঝে যদিও না পাওয়ার বেদনা থাকে,
তবে তা বেশী স্থায়ী হয় না।
কিংবা লেখক চায় না সদানন্দের পরিবর্তে
বেদনা ভরা কাহিনী কাউকে শোনাতে।
গল্প, কবিতা কিংবা উপন্যাস
লেখক চাইলেই পাল্টে দিতে পারে সবকিছুকে।
কিন্তু জীবন?
জীবন এক খাটি করুণ বাস্তবতা,
এখানে চাইলেই অবারিত সুখ পাওয়া যায় না,
মুহূর্তেই পাল্টে ফেলা যায় না ভাগ্য রেখা।
জীবন নামের গল্প, কবিতা কিংবা উপন্যাসের
লেখক স্বয়ং বিধাতা,
যিনি একই দিনে সবার উপাখ্যান লিখে দিয়েছেন।
তবে এ উপাখ্যান পরির্বতন হয়,
পরিবর্তন করা যায়।
কিন্তু সে পরিবর্তন এতো সহজ নয়,
আর সবাই পরিবর্তন করতে পারে না।
এই জীবনের গল্পে
কেউ হারে, কেউ জিতে,
কেউ চলে যায়, কেউ টিকে থাকে।
তবু জীবন! জীবনের নিয়মেই চলে।

জীবন 

-- মোঃ হেলাল উদ্দিন
       02/03/2017






No comments:

Post a Comment