ঢাকার বাতাসে সীসা উড়ে
উড়ে সীসা মানুষেরও মনে
তবু মানুষ এই শহরে আসে।
এই শহরে আছে অনেক অলিগলি
আছে অনেক স্বপ্ন দেখার ঝুলি
সেখানে খুঁজে মানুষ তার স্বপ্ন গুলি।
স্বপ্নের পিছে ঘুরে ফিরে
কেউ হয় সফল স্বপ্ন জয়ে
কেউবা ফিরে স্বপ্ন হারিয়ে
নিজের আবাস ভূমে
তবু মানুষ এই শহরে আসে।
শহর শহর ঢাকার শহর
আজব শহর ঢাকা
এই শহরে হয় অবিরত
স্বপ্ন ভাঙ্গা গড়ার খেলা।
ঢাকার শহর
০৮/১১/২০১৯
No comments:
Post a Comment