অনন্ত এ ধরনীর বুকে
বেধেছি বাসা আমি কোন একক্ষণে
ভেবে দেখিনি কি তার ভূত-ভবিষ্যৎ
ভেবে দেখিনি কি-বা তার অছিহত
শুধু ভেবেছিলাম
জীবন মনে হয় এমনই!
কিন্তু দেখি হায় এতো কোন ভাবনা নয়
এতো কোন কল্পনা নয়, নয় কোন স্বপ্ন
জীবন, সেতো এক খাঁটি করুণ বাস্তবতা।

অনন্ত এ ধরনীর বুকে
বাসা বেধে মনের সুখে
ভেবেছি থাকবো সুখে দিনে রাতে
ভাবিনি এ ধরনী নয় শুধু সুখের তরে
ধরনীর বুকে আছে আরো অনেক মায়ার বাধন
আছে আরো পিছু চাহন, আছে বহুজন বহুপ্রান্তে
জীবন মনে হয় এখন এমনই!
এখানে একা থাকা দায়, দু'জনাতেও নয়
থাকতে হবে সবাই সাথে, সবার সাথে
নয়তো পাবেনা সে সুখের দেখা
যে সুখের আশাতে ঘর বাধা এই ধরনীতে।


অনন্ত এই ধরনীর বুকে
যদি কেউ থাকতে চায় সুখে
যদি কেউ যেতে চায় শান্তির স্পর্শে
তবে তাকে ধরতে হবে মূল সহকারে
কেননা কথায় বলে,
'গাছের মূল কাটিয়া জল ঢালিলে
সেই গাছ আর বাঁচে নারে'
তাইতো মনে রাখতে হবে, সাথে থাকতে হবে
সবার সাথে, ভালোবেসে সবাইকে একসাথে।


অনন্ত এই ধরনীর বুকে
এই কামনাই করি সবার তরে
সবাই যেন থাকি সুখে, সবার সাথে একসাথে
জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে
হিংসা-দ্বেষ ভুলে গিয়ে, অহমিকা ত্যাগ করে
পূরণ করি মনের সেই ইচ্ছাটাকে
চির সুন্দর এই ধরনীর বুকে।

 জীবনের স্বপ্ন ও বাস্তবতা 

-- মোঃ হেলাল উদ্দিন
২৩/০৮/২০১৭ ইং