প্রথম ছিলো রুহের জগতে
তারপর এলো মাতৃগর্ভে
মহান আল্লাহর হুকুম হলো
দুনিয়ার বুকে চলে এলো
যাকে যতোদিন হায়াত দিবে
সে ততোদিন দুনিয়ায় রইবে
আবার আল্লাহ হুকুম দিবে
দুনিয়া ছেড়ে চলে যাবে
দুনিয়ায় যারা ভালো করবে
পরকালে সে বেহেশত পাবে
দুনিয়ায় যারা খারাপ করবে
পরকালে সে দোজখে যাবে
এমনি করে মানুষের যাত্রা শেষ হবে।
মানুষের যাত্রা
No comments:
Post a Comment