Monday, January 23, 2023

প্রেমাঙ্গ ভাবনা -- মোঃ হেলাল উদ্দিন

 

ঐ নয়নে পড়ে যখন নয়ন

দিশে হারায় মন তখন।

ঐ ঠোঁটে দেখে যখন কাঁপন

হৃদয়ে ঢেউ জাগে তখন।

ঐ বুকে যখন ঢেউ ভাঙ্গে

ধমনী তখন জাগিয়া উঠে।

দেখা হয়নি নিতম্ব এখনও

জানা যায়নি কি তাহার ধরন।

দেখা হয়নি ভগ্নাঙ্কুরে ভাঙ্গন

তাতেই লোহিতকণা করে কেমন।

তুমি কি ধরা দিবে প্রেমে

জড়িয়ে নিবে মোরে দেহে।

প্রেমের মিলন হৃদয়ে হলে

দেহের মিলনে স্বর্গ রচিবে।

তোমার উদ্যানে হাওয়া বহিলো

আমার হৃদয়ে কামনা জাগিলো।

সেই কামনার নোনা জলে

তোমারে পুড়িতে চাই অনলে।

তুমি এসে মিশে যাও প্রাণে

রচি স্বর্গের সুখ এ ভুবনে।।

 প্রেমাঙ্গ ভাবনা 

-- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment