তুমি আছো বলে আমার স্বপ্ন আছে
তুমি আছো বলেই আছে আমার ভালোবাসা
তুমি আছো বলে হয় আমার কবিতা লেখা
তুমি আছো বলেই আমার এই রাত জাগা
তুমি আছো বলে আসে আমার সোনালী সকাল
তুমি আছো বলেই আমার নতুন দিনের প্রত্যাশা
তুমি আছো বলে আমার কাজ করা
তুমি আছো বলেই আমার আগামী গড়া
তুমি আছো বলে আমার বেঁচে থাকা
তুমি আছো বলেই আমার স্বপ্ন দেখা
যদি তুমি না থাকতে জীবনে আমার
আর হতো না কোন কবিতা লেখা
কিংবা রাত জেগে কোন স্বপ্ন দেখা
আমার সবকিছু শুধু তোমার জন্য করা
কারন তুমি যে আমার জীবনের সাধনা।।
তুমি আছো বলে
No comments:
Post a Comment