Thursday, December 7, 2023

অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন

 

অনামিকা
কি নাম দিব তোমার
অণিমা, তনিমা কিংবা
থাকুক না অনামিকা
নাম দিয়ে কি-বা হবে
তুমি যে তোমার তুলনা।।


অনামিকা
তুমি জানোনা
তোমায় দেখার পর
আমার মনের মাঝে সৃষ্টি হলো
অজানা এক ভালো লাগা
যে ভালো লাগার নেই কোন সীমানা।।


অনামিকা
তোমার ডাগর চোখের চাহনি দেখে
মনে হয় তুমিই জীবনানন্দের বনলতা
তোমার চোখে কাজল নেই জানি
তবুও দেখে মনে হয় বিধাতা নিজ হাতে
কাজল দিয়ে সাজিয়েছে দু'চোখ তোমার।।


অনামিকা
তোমার বাঁশির মতো নাক
নাকের ডগায় এক বিন্দু ঘাম
তোমায় করেছে অনন্যা
তাইতো তুমি হলে
অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা।।


অনামিকা
তোমার গোলাপ ফোটা দু'টি ঠোট
ঠোটের কোণে এক চিলতে মিষ্টি হাসি
দেখে বার বার ইচ্ছে করে
তোমার প্রেমে নিজেকে করি বিলীন
হয়ে থাকি সারা জীবন তোমার প্রেম ভিখারী।।


অনামিকা
তোমার মেঘ কালো কেশের
মৃদু বাতাসে হালকা উড়োউড়ি
শ্রাবস্তীর কারুকাজকেও হার মানায়
মনে হয় বাধা পড়ে থাকি জীবনের তরে
চুলের বেনীর বাধনে তোমায় ভালোবেসে।।


অনামিকা
তোমার উপমার কোন শেষ হবে না
তোমার লতার মতো দেহখানা
সুউচ্চ বক্ষ ঢেউ খেলানো বাহু
হাটার তালে তালে তৈরি হওয়া ছন্দ
দেখে মনের মাঝে সৃষ্টি হয় দ্বন্দ্ব।।


অনামিকা
কে তুমি? কি তোমার নাম
এসব না হয় নাইবা জানলাম
শুধু জেনে নিলাম
তুমি বিধাতার সৃষ্টি অম্লান
তুমি আমার ভালোবাসার নাম।।


অনামিকা
হয়তো তোমার সাথে আবার দেখা হবে
নয়তো আর কখনো হবে না দেখা
তাই বলে ভেবোনা তুমি থাকবে অদেখা
তুমি আছো, তুমি থাকবে
আমার চোখের মাঝে হৃদয়ের ভাঁজে।।


অনামিকা
তুমি থাকবে, আমার ভালোবাসা হয়ে
আমার জীবনের তরে, আমায় ভালোবেসে।।

 অনামিকা -- মোঃ হেলাল উদ্দিন
 

অনামিকা-০২ -- মোঃ হেলাল উদ্দিন

অনামিকা,
তোমার জন্য রেখেছি জমা
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা
তোমার জন্য করছি এই আমি অপেক্ষা।
তোমার জন্য হৃদয়ে আছে আমার মায়া
তোমাকে পাবার জন্য আমার এই অপেক্ষা
তোমার জন্য আমার এইতো বেঁচে থাকা।
অনামিকা,
তোমার জন্য আমার স্বপ্ন চোখে দেখা
তোমার জন্য আমার মনে আসে ভাবনা
তোমার জন্য আমার সকল কবিতা লেখা।
তোমার জন্য হয় আমার সোনালী সকাল দেখা
তোমার জন্য ক্লান্ত দুপুর উদাস বিকেল বেলা
তোমার জন্য রাত্রি নিশি আমার জেগে থাকা।।
 
অনামিকা-০২ 

'মেয়ের কাছে বাবার চিঠি' চিঠির ছলে শিক্ষা -- মোঃ হেলাল উদ্দিন

আজকের বইয়ের আলোচনাটা শুরু করি যার জন্য লেখা, যার কাছে লেখা চিঠিগুলো নিয়ে বই সেই মানুষটার কথাগুলো তুলে ধরে।

অধিকাংশ শিশু তার বাবা-মাকে অনুসরণ করে। কিন্তু আমার বাবা-মার মতো অনেকের বাবা-মা এত ভালো সঙ্গী হন না। আমার বাবা-মা সব কিছুতেই উৎসাহী ছিলেন এবং কাউকে উৎসাহী করতে খুব আনন্দ পেতেন। আমি ছিলাম খুব প্রশ্নমুখর। আমার প্রশ্নের উত্তরেই বাবা আমাকে নানা গল্প বলতেন। যার মধ্যে থাকত আমাদের এই পৃথিবী, পৃথিবীতে কীভাবে নারী-পুরুষের বসতি গড়ে উঠেছে, কে কাকে কীভাবে তাড়িয়েছে বা প্রভাবিত করেছে, কীভাবে একের ভাবনা আর এককে প্রভাবিত করে, সেই সঙ্গে সাহিত্য-শিল্প ইত্যাদি। সর্বোপরি তিনি আমাদের এই সুন্দর দেশ সম্বন্ধে বলতে ও লিখতে পছন্দ করতেন। তিনি বলতেন এদেশের কীৰ্তি, চমৎকারিতৃ, পত্তন, পরাধীনতা ইত্যাদি নানা বিষয়। সবচেয়ে গুরুত্বসহকারে তিনি যে বিষয় নিয়ে ভাবতেন তা হলো স্বাধীনতা। তিনি কেবল ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে ভাবতেন না, তিনি ভাবতেন। সারা বিশ্বের সমস্ত মানুষের স্বাধীনতা নিয়ে।
এ বইয়ের চিঠিগুলো যখন লিখেছেন তখন আমার বয়স আট কি নয় বছর। এগুলোর বিষয়বস্তু ছিল পৃথিবীর উদ্ভব এবং মানুষের আত্মসচেতনতা নিয়ে। এ এমন চিঠি নয় যে পড়লাম। আর ফেলে। রাখলাম। এগুলো ছিল মানুষের সজীব দৃষ্টিভঙ্গি এবং চারপাশের জগৎ ও মানুষ সম্বন্ধে উদ্দীপনা সৃষ্টিকারী লেখা। এই চিঠি প্রকৃতিকে বই হিসেবে পড়ার শিক্ষা দেয়। পাথর, উদ্ভিদ, জীবজন্তু, পোকামাকড় জীবনবৈচিত্ৰ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছি আর রাতে দেখেছি আকাশের তারা।
ইতিপূর্বে এই চিঠিগুলো বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। আমি নিশ্চিত বৰ্তমান আকর্ষণীয় পুনর্মুদ্রণ শিশুদের কাছে আরো গ্ৰহণীয় হবে। চিঠিগুলো তাদের ভাবনার মধ্যে নতুন জগতের উন্মোচন ঘটাবে, যেমনটা আমার বেলায় হয়েছিল।
 
- ইন্দিরা গান্ধী
নয়াদিল্লি, ১ নভেম্বর ১৯৭৩
 
বইয়ে চিঠিগুলো সাজানো হয়েছে যেভাবে-
* প্রকৃতিকে জানা
* যেভাবে প্ৰাচীন ইতিহাস লিখিত হলো
* পৃথিবীর সৃষ্টি
* প্রথম প্রাণের অস্তিত্ব
* জীবজন্তু এলো
* মানুষ এলো
* আদিম মানুষ
* নানা জাতির সৃষ্টি
* মানুষের জাতি ও ভাষা
* ভাষার সঙ্গে ভাষার সম্পর্ক
* সভ্যতা কী?
* গোত্র বা গোষ্ঠী গঠন
* ধর্মের সূচনা এবং শ্রম-বিভাজন
* কৃষির মাধ্যমে যত পরিবর্তন
* যেভাবে গোত্রপতি এলেন
* উন্নতি হলো গোত্রপতির
* গোত্রপতি রাজা হলো
* প্রাচীন সভ্যতা
* কয়েকটি বড় প্রাচীন শহর
* মিশর এবং ক্রিট
* চীন এবং ভারতবর্ষ
* সমুদ্রযাত্রা ও ব্যবসাবাণিজ্য
* ভাষা, বর্ণ এবং সংখ্যা
* মানুষের শ্রেণিবিভাগ
* রাজা, মন্দির এবং পুরোহিত
* ফিরে দেখা
* ফসিল এবং ধ্বংসাবশেষ
* আৰ্যদের ভারত আগমন
* আর্যরা কেন ভারতে এলো
* রামায়ণ ও মহাভারত

 
কন্যা ইন্দিরা গান্ধীর ছোটবেলায় তাঁর কাছে কিছু চিঠি লিখেছিলেন নেহরু। সে চিঠিগুলো পরে বই আকারে প্রকাশ পায়, ‘লেটারস ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার’ নামে; যা পরবর্তীতে বাংলা ভাষায় ‘বাবার চিঠি’, ‘মেয়ের কাছে বাবার চিঠি’ বা ‘কল্যাণীয়াসু ইন্দু’ নামে অনূদিত হয়েছে। শিশু-কিশোরবান্ধব এই বইটিতে পৃথিবীর ইতিহাস, দর্শন সম্পর্কে সহজ ভাষায় অনেক কিছু বলা হয়েছে যা কি না অনেক কম বয়সেই শিশুদের মনের দরজা-জানালা খুলে দিতে ভূমিকা রাখতে পারে।

 
 
বইঃ মেয়ের কাছে বাবার চিঠি
লেখকঃ জওহরলাল নেহেরু
 

29.01.2023

রক্তক্ষরণ -- মোঃ হেলাল উদ্দিন

 

শরীরের রক্তক্ষরণ সবাই দেখিতে পায়
কিন্তু হৃদয়ের রক্তক্ষরণের খবর কে নেয় হায়
এইতো জগতের নিয়ম
যাহা দেখা যায়, যাহা পাওয়া যায়
তাহার খবর সবাই নিতে চায়
কিন্তু যাহা দেখা যায় না, যাহা নেয়া যায় না
তাহার খবর কেউ নিতে চায় না।।
আমার সবাই আনন্দ চাই, হাসি চাই
আনন্দের কাছাকাছি থাকতে চাই
কিন্তু ক'জনে তা পারে হায়
সবার মুখের হাসিতো আর এক নয়
কেউ হাসির আড়ালে হাজারো দুঃখ লুকায়
সুখে থাকার, আনন্দের অভিনয় করে যায়
কেউ কেউ সুখেই হেসে লুটিপুটি খায়
আমরা কি কখনো তার আসল জানতে চাই
চাই না, জানতে চাই না, দেখতে চাই না
কখনো একটু বুঝতেও চাই না
কাহার ভিতরে কি লুকানো আছে
কেন কেউ চুপটি মেরে থাকে সবার থেকে
কেন কেউ বিনা কারনেও হাসে
কেন কেউ হাসির মাঝে দুঃখ লুকিয়ে রাখে।।
বাহিরের জগত সবাই দেখে, খবর রাখে
হৃদয়ের জগত কেউ দেখে না, দেখতে চায় না
এই জগতের নিয়ম হায়,
সুখের খবর সবাই রাখে, দুঃখের খবর নয়।।

 

  রক্তক্ষরণ 

-- মোঃ হেলাল উদ্দিন

The Role of Bureaucrats in Developing Countries like Bangladesh -- Md. Helal Uddin

 

The Role of Bureaucrats in Developing Countries like Bangladesh

 

Abstract

In the modern state bureaucrats are playing a significant role with the expansion of the government’s duty and responsibility. The duties of bureaucrats are increasing during day to day life in developing countries like Bangladesh. As modern states are welfare states, so they are to complete a great number of works. And for this to depends upon the bureaucrats. Both in developed and developing country bureaucrats play a very important role.

 

Introduction

Regarding this professor Finer says, “the function of the bureaucrats is not merely an improvement of the government indeed without it government itself could be impossible. Efficiency and the anonymity are the two main charestaristics of civil service. But among the bureaucrats of many countries these qualities are not seen. The bureaucrats are the high officials who are engaged in different sectors, departments or divisions according to their merits, skills and performance. In a democratic country after five years election held. So the government change but the bureaucrats are not changed. Here I will discuss about the role of bureaucrats in developing countries like Bangladesh. Before this we have to know about the system of bureaucracy.

 

Definition of Democracy

Literally bureaucracy means desk government. But its practical definition is so broad. According to Professor Finer, The civil is a professional body of officials, permanent, paid and skilled. Its numbers are measures of the activities of the state and an indication of its nature.

According to Professor Ogg, The body of civil servants is an expert, professional, non-political permanent and subordinate staff.

Professor Laski has given a fine and lucid definition of bureaucracy- ‘Bureaucracy is term usually applied to a system of government the control of which is so completely in the hands of officials that their power jeopardizes the liberty of ordinary citizens’. The father of bureaucracy Max Weber pointed out- ‘Bureaucracy is the clear cut divisions of individuals activities with regarded as duties inherent in the office’. He added that, the bureaucracy is the system of administration characterized by expertness, impartiality and the absence of humanity.

 

Characteristics of Bureaucracy

v Bureaucrats are bound to abide by the command from the top level.

v They are governing a principle of hierarchy.

v All servants are appointed according to their qualifications in terms examinations and viva-voce.

v They take the job profession.

v The duties of government servants are essentially easy and routined.

v Their promotion depends on merit and seniority.

v They are capable of attaining the highest degree of efficiency.

v They emphasized on red tape, some absorbed laws and their tread of work.

 

The Role of Bureaucrats Determining Policy

In our country, other country also, bureaucrats particularize the policy of government minister only sign. Government policies are complex. So for this work artistic skilled is must, bureaucrats are those who have those skills.

 

Framing Legislature

In Bangladesh enact any law; bureaucrats play a very important role. Important bills are presented in the parliament are prepared by bureaucrats. They justify ins and outs of the bill and then it’s presented in the parliament.

 

Impact on the Legislature

They supply necessary information regarding different governments departments and organizations. Sometimes they influence conference committee according their own interest.

 

Advisors of Political Rulers

The political leaders are elected by the people. They do not have vast knowledge about the complex affairs of the state. But it is a matter of sorrow that the duties for policy making are vested upon them. Hence the bureaucrats give necessary advice. Professor Finer point out, in the modern state, the higher rank of executive….advice the policy makers.

 

Mediation among Different Groups

Bureaucrats are many and multifaceted groups in a country. They try to get there out most privilege and interest making pressure on government. In this situation, the bureaucrats work as a mediator and solve the problem through proper negotiations and help to maintain sustainable situation in the state.

 

Implementing Legislations and Policies

Bureaucrats are not only draw up laws and principles but also sustainable them. Indeed the bureaucracy is more influential in this regard. They can repel and enact any law according to their necessary.

 

Keeping contract between the Public and Government

In Bangladesh, bureaucrats play the role of liaison between the government and the public. They inform the people about the government activities and people inform them about their problems and want solutions. Bureaucrats surely play a vital role in information communication. They send information from one department to another to sustain a close relationship. The government directly depends on them for information and hence on the basis of the information, the government takes decision. As a result, the government does not face any problem to decide anything within the state.

 

In terms of the Betterments of the State and the Administration

The excellence of the administration of any county depends on bureaucracy. In this affairs the US philosopher Jhon Dewey said- A final important function of bureaucrats is that of their own internal management.

 

Implementation of Social Change

Bureaucrats play role in social change. They help the government to understand the changing social demands and find out the way to fulfill them.

 

Non-political Role

Bureaucrats play non-political role in their service life. But it is a matter of regret that bureaucrats in Bangladesh, to a large extend are derailed, very often they are found in liaison with ruling political party. Sometimes ruling political party oppresses the bureaucrats who do not submit themselves to the whom of the ministers on leaders. We have witnessed such quarrel between ministers and bureaucrats.

 

The Role and Functions of Bureaucrats in Developing Countries

In globalization age, the role and functions of bureaucrats is so much important in developing countries. In modern liberal democratic system bureaucracy is an inseparable part of the government. In the welfare state, the government always tries to fulfill the various demands of people. The increasing of governmental role and function increase the responsibility and liability of a bureaucrat. So, in developing county the role and functions of government highly depends on bureaucrat. According to prof. Finer- The functions of the civil servant in the modern state is not merely on improvement of government; without it indeed government itself would be impossible. The bureaucrat performs in favorers of the state ins and outs of important task.

 

Conclusion

In fine we can say that the role of bureaucrats can not be ignored in Bangladesh, a developing county. They play very significant role in our social, political and economic change. Bureaucrats are the life blood of any democratic country who can reform the society by their skilled hands. So, if they can avoid corruption, nepotism, and impartial political attitude, Bangladesh with improve faster.

 

The Role of Bureaucrats in Developing Countries like Bangladesh 

-- Md. Helal Uddin

Sunday, December 3, 2023

মায়াবী কন্যা -- মোঃ হেলাল উদ্দিন

ওগো মায়াবী কন্যা
তোমার চোখে প্রেমের বন্যা
তোমার চোখের পানে চেয়ে
প্রেমের বানে যাচ্ছি আমি ভেসে।।
তোমার অপলক ডাগর চাহনি
হৃদয় কেড়েছে আমার যখন দেখেছি
তোমার চাহনির মায়ায় আমি পড়েছি
চোখ দেখেই তোমায় আমি ভালোবেসেছি।
ওগো মায়াবী কন্যা
তুমি ছাড়া আমি দিশাহারা
বলো তোমার মনের ঠিকানা
তোমার সাথে আমি করবো দেখা।
তোমায় পাবার জন্য আমি
দ্বীপান্তরে যেতে আছি রাজি
তুমি যদি বলো একবার ভালোবাসি
তোমার জন্য ধরতে রাজি জীবনবাজি।
ওগো মায়াবী কন্যা
অমন করে আর তাকিয়েও না
তুমি ছাড়া জীবন আমার বৃথা
একবার তুমি আমায় দেও দেখা।
 
মায়াবী কন্যা 

বুদ্ধদেব গুহ এর 'একটু উঞ্চতার জন্য' -- (পর্যালোচনা -- মোঃ হেলাল উদ্দিন)

বুদ্ধদেব গুহ এর উপন্যাস 'একটু উঞ্চতার জন্য' প্রথম পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার শেষে। তখন দুই একটা উপন্যাস পড়লেও লেখার মূল বিষয়গুলো ভালো করে বুঝবার বা বিশ্লেষণের ক্ষমতা নিজের মধ্যে তৈরি হয়নি। সেই সময়ে এই উপন্যাসের মধ্যে প্রকৃতির প্রেমটাই বড় করে দেখা গিয়েছিলো, কিন্তু উপন্যাটি যতোটা না প্রকৃতি প্রেমের তারচেয়ে বেশি মানুষের বিশেষ করে নর-নারীর পারস্পারিক সম্পর্ক বিশ্লেষণের।

উপন্যাসের প্রথম প্রধান চরিত্র সুকুমার বোস, একজন নামকরা উকিল, সাথে সাথে তিনি লেখকও । দ্বিতীয় প্রধান চরিত্র রমা, যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুকুমার। তৃতীয় প্রধান যে চরিত্র ছুটি, তিনি স্বাধীনচেতা এক নারী এবং লেখক সুকুমারের একনিষ্ঠ পাঠক। সুকুমার বোস তার পেশা ও লেখার ব্যস্ততার মাঝেও স্ত্রী, পুত্রের দায়িত্ব পালনে সচেতন থাকলেও সময়ে সাথে সাথে তাদের স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্কের মধ্যে টানাপোড়ন শুরু হয়ে যায়। রমা স্বামীর সফলতা চাইলেও সে চাইতো তাকে বেশি সময় দেক, পার্কে ঘুরতে যাক, তাকে নিয়ে সিনেমা দেখুক। কিন্তু সুকুমার তার কাজের ব্যস্ততায় দু'জন দু'জনের থেকে দূরে চলে যায়। দুইজনের সম্পর্কে নেমে আসে শীতলতা। যতোদিনে ভুল বুঝতে পারেন ততোদিনে রমাও নিজেকে বদলে ফেলেন, যেখান থেকে ফিরে আসা ছিলো অসম্ভব।
 
এরই মাঝে হাজির হয় ছুটি, যে তার অফিস ছুটির দিনগুলোতে দূর রাচী থেকে দেখা করতে আসতো প্রিয় লেখক সুকুমার বোসের সাথে। সম্পর্কের শীতলতম সময়ে একটু উঞ্চতার ছোয়ায় তারা জড়িয়ে পড়ে নতুন একটা সম্পর্কে। যদিও সুকুমারের স্ত্রী, পুত্র ও পরিবারের প্রতি দায়িত্বশীলতায় মাঝে মাঝেই দেখা করার সুযোগ হতো না, কিন্তু সম্পর্কে এড়িয়ে যেতে পারেনি। এদিকে রমা বোস আবার নতুন করে টান অনুভব করে স্বামীর প্রতি, ফিরে আসে সুকুমারের কাছে। কিন্তু সুকুমার, যে চেয়েছিলো সফলতা, ইচ্ছে ছিলো সুখী হবার, সে কি পারবে তা।
 
উপন্যাসের পার্শ্ব চরিত্রগুলোও গুরুত্বপূর্ণ। একটি চরিত্রে আছেন এক নিঃসঙ্গ মানুষ মিঃ বোয়েলস, শৈলেন-নয়নতারা, লাবু, নুড়ানি, মিসেস কার্নি এবং প্যাট । প্রতিটি চরিত্রই আলাদা আলাদা। লাবুর জন্য অনেক মায়ার জন্ম হবে মনে, সাথে শৈলেনের জন্য মন খারাপ করবেন। প্যাটের মধ্যে আছে এক সংগ্রামী মনোভাব। এই চরিত্রগুলি উপন্যাসটিকে করেছে আরো পরিপূর্ণ।
 
মোটকথা, উপন্যাসের মধ্যে লেখকের প্রকৃতি প্রেমের এবং প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর বর্ণনার সাথে সাথে নর-নারীর সম্পর্কের এক অসাধারণ বিশ্লেষণ তুলে ধরেছে। এই দুই মিলে উপন্যাসটি হয়ে উঠেছে অতুলনীয়।
 

 একটু উঞ্চতার জন্য -- বুদ্ধদেব গুহ 
(পর্যালোচনা -- মোঃ হেলাল উদ্দিন)

Friday, November 17, 2023

সামাজিক গবেষণার ধারণা, লক্ষ্য-উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য সমূহ -- মোঃ হেলাল উদ্দিন


সামাজিক গবেষণার ধারণা

সামাজিক গবেষণা হল ব্যক্তি এবং সমাজের মধ্যে বিদ্যমান সামাজিক প্রবণতা, গতিশীলতা এবং নীতিগুলোর অধ্যয়ন। সামাজিক গবেষণার মাধ্যমে সমাজের বিদ্যমান সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়ে থাকে।

সামাজিক গবেষণার সংজ্ঞায় K. D. Baily বলেন, “সামাজিক গবেষণা হচ্ছে তথ্য আহরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াস, যা সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে আমাদেরকে সহায়তা করে এবং সমাজ সম্পর্কে আমাদেরকে জ্ঞাত হতে সক্ষম করে তোলে।”

Encyclopedia of Social Research (ভলিউম-১, ১৯৯৭) এর ভাষ্য অনুযায়ী, সামাজিক গবেষণা সামাজিক প্রপঞ্চ নিয়ে অনুসন্ধান করে। এটা সমাজের সদস্য হিসেবে মানুষের আচার-আচরণ, তাদের অনুভূতি, প্রতিক্রিয়া, দৃষ্টিভঙ্গি, জীবনযাপন প্রণালী ইত্যাদি বিভিন্ন আঙ্গিক জানার চেষ্টা করে।

P. V. Young এর মতে, “সামাজিক গবেষণাকে একটি বৈজ্ঞানিক উপলব্ধি হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে; যৌক্তিক ও নিয়মতান্ত্রিক কৌশল প্রয়োগের মধ্য দিয়ে, যার লক্ষ্য হলো- ১. নতুন তথ্য উদঘাটন বা পুরাতন তথ্য যাচাই করা; ২. উপযুক্ত তাত্তি¡ক কাঠামো অনুসরণে এদের পারস্পরিক অনুক্রম, আত্মসম্পর্ক এবং কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করা; ৩. নির্ভরযোগ্য ও যথার্থ মানব আচরণ অধ্যয়নের সুবিধার্থে নতুন বৈজ্ঞানিক হাতিয়ার, প্রত্যয় ও তত্ত¡ উন্নয়ন করা।”

P. V. Young আরো বলেন, “Social research is a systematic method of exploring, analyzing and conceptualizing social life in order to extend, correct or verify knowledge, whether that knowledge aid in the constructing of a theory or in the practice of an art.”

উপরিউক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, সামাজিক গবেষণা হলো সমাজ বিষয়ক গবেষণা যেখানে সামাজিক জীবনের বিষয়গুলো সম্পর্কে অনুসন্ধান, বিশ্লেষণ, ধারণা ও তত্ত¡ গঠন করা হয় এবং এর মাধ্যমে জ্ঞানভান্ডার সমৃদ্ধির সাথে সাথে জ্ঞানের নতুন শাখার সৃষ্টি হয়।

 

সামাজিক গবেষণার লক্ষ্য-উদ্দেশ্য

সমাজ এবং সামাজিক ঘটনা সম্পর্কে জ্ঞান যোগ করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি হলো সামাজিক গবেষণা। নির্দিষ্ট উদ্দেশ্য এবং দিক-নির্দেশনার মাধ্যমে এই গবেষণাকে অর্থপূর্ণ করা যায়। গবেষণার জন্য ব্যবহৃত পদ্ধতি এবং পদ্ধতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত অন্যান্য বিষয়ের মাধ্যমে জ্ঞানের এই বৃদ্ধি করা যায়। তাই সামাজিক গবেষণা কতিপয় উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত করা হয়ে থাকে। যেমন-

১. জ্ঞানের বিকাশঃ আমরা আগেই দেখেছি, গবেষণা হচ্ছে জ্ঞান অর্জনের একটি প্রক্রিয়া। একইভাবে সামাজিক গবেষণা হল একটি সংগঠিত এবং বৈজ্ঞানিক প্রয়াস যাতে প্রশ্নে থাকা সমস্যা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করা যায়। এইভাবে সামাজিক বিজ্ঞান আমাদের সামাজিক ঘটনা সম্পর্কে জ্ঞান পেতে এবং যোগ করতে সাহায্য করে। এটি সামাজিক গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

২. সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়নঃ মানুষ সমাজের একটি অংশ। তাই সামাজিক গবেষণায় মানুষকে একজন ব্যক্তি হিসাবে, মানুষের আচরণ অধ্যয়ন করে এবং মানুষের সামাজিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং এই বিষয়ে আইন প্রণয়ন করে। একবার আইন প্রণয়ন করা হলে, তারপর বৈজ্ঞানিক অধ্যয় এই তথ্যগুলির মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। সুতরাং, সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন হল সমাজতাত্তি¡ক বিকাশের ভিত্তি যা সামাজিক গবেষণার দ্বিতীয় উদ্দেশ্য হিসাবে বিবেচিত হয়।

৩. মানবতার কল্যাণঃ সামাজিক বিজ্ঞান অধ্যয়নের চূড়ান্ত উদ্দেশ্য প্রায়শই মানবতার কল্যাণ বৃদ্ধি করা। কোন বৈজ্ঞানিক গবেষণা শুধুমাত্র অধ্যয়নের জন্য করে না। মানবতার কল্যাণ সামাজিক বিজ্ঞান গবেষণার সবচেয়ে সাধারণ উদ্দেশ্য।

৪. তথ্যের শ্রেণীবিভাগঃ P. V. Young -এর মতে, সামাজিক গবেষণার লক্ষ্য হল ঘটনাগুলোকে স্পষ্ট করা। যে কোনো বৈজ্ঞানিক গবেষণায় তথ্যের শ্রেণীবিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. সামাজিক নিয়ন্ত্রণ এবং ভবিষ্যদ্বাণীঃ অনেক গবেষণা কার্যক্রমের চূড়ান্ত উদ্দেশ্য হল নির্দিষ্ট অবস্থার অধীনে নির্দিষ্ট ধরণের ব্যক্তির আচরণের ভবিষ্যদ্বাণী করা। সামাজিক গবেষণায় সাধারণত সামাজিক ঘটনা, ঘটনা এবং সেগুলোকে পরিচালনা করে এবং নির্দেশিত কারণগুলো অধ্যয়ন করা।

 

সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সমূহ

যে কোন গবেষণারই কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। সামাজিক গবেষণাও এর ব্যতিক্রম নয়। সামাজিক গবেষণা প্রধান বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে-

১. নির্ভুলতাঃ নির্ভুলতা একটি গবেষণার জন্য মৌলিক প্রয়োজনীয়তা। একজন গবেষকের গবেষণা সমস্যাযুক্ত পরিস্থিতিতে সঠিক এবং সুনির্দিষ্ট হতে হবে। যেমন- কেউ বললো যে গ্রামীণ এলাকায় নিরক্ষরতা বা সাক্ষরতার হার ১০০%। এই বিবৃতিটি অবৈধ এবং গ্রামীণ এলাকার জন্য সঠিক নয়। এর পরিবর্তে তার বলা উচিত যে গ্রামাঞ্চলের মানুষ ৫০%, ৬০% বা ৮০% নিরক্ষর। যা সকলের গ্রহণযোগ্য হবে।

২. যাচাইযোগ্যতাঃ গবেষণার আরেকটি বৈশিষ্ট্য হল গবেষককে অবশ্যই তথ্য যাচাই করতে হবে। গবেষণাটি অবশ্যই যাচাইযোগ্যতা এবং পরীক্ষাযোগ্যতার বিষয় হতে হবে। উদাহরণ স্বরূপ বলা যায়, নিরক্ষরতার কারণে জনগণের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। এই প্রস্তাবটি বৈজ্ঞানিক সত্য হিসাবে বিবেচিত হবে কারণ এটি পর্যবেক্ষণ করে যাচাই করা যায় যে, অশিক্ষিতদের তুলনায় শিক্ষিতদের মধ্যে অপরাধীদের পরিমাণ কম।

৩. তথ্য প্রমাণঃ গবেষণার জ্ঞান সত্য তথ্য বা শ্রবণের উপর ভিত্তি করে হওয়া উচিত। গবেষণায় অবশ্যই সকল কিছুর তথ্য ও প্রমাণ থাকতে হবে।

৪. বস্তুনিষ্ঠতাঃ বস্তুনিষ্ঠতা মানে বাস্তবতাকে গবেষণায় দেখাতে হবে। বৈজ্ঞানিক গবেষণায় অবশ্যই তার আসল জিনিস থাকতে হবে এবং এটি অবশ্যই নিজের বা ব্যক্তিগত পক্ষপাত, কুসংস্কার, পছন্দ এবং অপছন্দের অনুভূতি ইত্যাদি থেকে পরিষ্কার হতে হবে।

৫. নির্ভরযোগ্যতা এবং বৈধতাঃ গবেষণা অধ্যয়ন অনেকাংশে সত্য এবং বৈধ হতে হবে। কোন বাহ্যিক তথ্য বা স্ব-সৃষ্ট বস্তু একটি গবেষণা অধ্যয়নে অন্তর্ভুক্ত করা হয় না। নির্ভরযোগ্য এবং বৈধ তথ্য দিয়ে গবেষণা ত্রæটি মুক্ত করা দরকার।

৬. যোগ্যতাঃ যোগ্যতা একজন গবেষকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দক্ষতা। যখন গবেষক যোগ্য এবং বিদ্যমান সমস্যা সম্পর্কে ভালভাবে জানেন তখনই একটি সমস্যাযুক্ত পরিস্থিতির সম্পূর্ণ অধ্যয়ন সম্ভব।

৭. রেকর্ডিং এবং রিপোর্টিংঃ গবেষণায় প্রতিটি শব্দ সংজ্ঞায়িত করা উচিত এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করা উচিত। পদ্ধতিটি অবশ্যই বিশদভাবে বর্ণনা করতে হবে এবং পরিস্থিতি স্পষ্ট করার জন্য গবেষক দ্বারা প্রতিবেদনটি লিখতে হবে।

৮. মূল কাজঃ সামাজিক গবেষণা ডুপ্লিকেট বা অনুলিপি করা তথ্য থেকে পরিষ্কার। এটির মূল কাজ থাকতে হবে অন্যের দ্বারা করা কাজের উপর নয়। প্রকৃতপক্ষে গবেষণা শুরু হয় বিন্দু থেকে যখন ইতিমধ্যে বিদ্যমান জ্ঞান শেষ হয়। গবেষণায় একটি পয়েন্টের উপর ফোকাস করা আবশ্যক, এর মানে হল যে গবেষণা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ এবং একটি নির্দিষ্ট সমস্যা বিদ্যমান।


সামাজিক গবেষণার ধারণা, সামাজিক গবেষণার লক্ষ্য-উদ্দেশ্য এবং সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সমূহ 

-- মোঃ হেলাল উদ্দিন

Thursday, November 16, 2023

ISLAMIC POLITICS IN BANGLADESH: 1971-2010 -- MD. HELAL UDDIN

 

ISLAMIC POLITICS IN BANGLADESH: 1971-2010

Bangladesh one of the most populous Muslim countries in the world, has seen a resurgence of Islamic political forces since its independence from Pakistan which took a sharp upturn following the first military coup detat in August 1975. Despite their setback in the 7th Jatiya Sangsad election in 1996, they remain important in Bangladesh politics. As result a large number of Islamic parties participated int he post-authoritarian three Sangsad elections. Only the Jamaat-e-Islami Bangladesh, Islami Oikkya Jote and Jaker party won some respce-table votes.

This paper describes the state of Islamic polities in Bangladesh and the position of the Islamists in Bangladeshi democracy their electoral debacle and their relationships with various governments and political parties.

ISLAMIC POLITICS AND THE CONSTITUTION

Islamic politics belong to Islamic ideology is the political system. The islamists want to establish Islamic ideology and principles in personal, social, cultural and political life.  There is no obstructing as well as any problem to practices Islamic politics in Bangladesh. Though the constitution of Bangladesh provides the principle of secularism but it does not band the religion based politics. The article 12 of the constitution is “secularism and freedom of religion- the Principle f secularism shall be realised by the elimination of-

·        communalism in all its forms;

·        the granting by the State of political status in fovour of any religion;

·        the abuse of religion for political purposes;

·   any discrimination against, or persecution of, persona practicing a particular religion.”

ISLAM BASED POLITICAL PARTIES IN BANGLADESH

While the Islamic institutions and organizations are preaching Islam and Teaching Islamic principles at the societal level, the Islam based political parties are operating at political level. After 1975, under the political parties regulation Act of 1976, the number of Islam based political parties has increased, the more important being the Muslim league, Islamic Democratic league, Jamaati Islam, Nizami-i-Islam party, Jamiat-e-Islam, Islamic republican party, Bangladesh Justice party and the Bangaldesh Khilafat Andolon.

The muslim league, which championd the cause of a separate homeland for the Muslims in British India on the basis of the two-nation theory in fact an extension of the Pakistan Muslim league in bangladesh. The Islamic Democratic league has a cloze affinity with the Muslim league in terms of programme and ideology. The justice party and Nizam-i-Islam advocate the principle of Islamic Justice and rules of the Sharia. These parties stand for closes bonds of unity among the Muslim States.  The Jamaat operates though a number of front organizations such as Islamic Chatra Shibir and Islamic Yubo Shibir and other religions cultural organizations as the Bangladesh Islamic centre.

CONSOLIDATION OF THE ISLAMIC POLITICAL PARTIES IN BANGLADESH

General Ershad, who seized power from President Justice Abdus Sattar is a coup in March 1982, try to secure the support of the Islam-loving people of Bangladesh, Earshad appealed to the religious forces by declaring his desire to uphold the principles and ideals of Islam and to established an Islamic Bangladesh. He formed Zakat Board, Madrasha Education Board and made Arabic a mandatory subject at the primary level, he made Islam the State religion of Bangladesh. These stapes provided enormous opportunities for the religion-as well as Islamic Political parties to go ahead with redoubled enthusiasm.

From 1982 to 1990 the Islamists matured. This period is also important for two other reasons. First, the Islamists expanded their organizations during this period. They also made considerable headway in establishing themselves as a “legitimate” political force in Bangladesh. Second, there was a debate regarding to course of Islamic movements in Bangladesh during this time. It was rather old and had its roots in the early 1960’s on the Islamists position vis-a-vis the military rulers who use Islam as a legitimization tool. Like in the 1960 the Jamaat, after an internal discussion, refused to support the unpopular and oppressive military government of Ershad as that would have gone not only against popular opinion but also against the Islamic tenets.

DEMOCRACY, ISLAMIC POLITICS AND THE SEARCH OF POLITICAL INDEPENDENCE

A commensurate domestic political divide in Bangladesh between the secular, Bengali nationalist bloc and the non-secular, Islamic bloc added to this. This latter dimension has another twist based on the country’s history.  Moreover, the Jamaat’s long ties with the BNP and the fear of the AL’s return to power and expressed intent to bring back ‘secularism’ and to try the war criminals of the 1971 Lberation War, including Ghulam Azam, convinced it to keep working relationship with the BNP. Both came into an unwritten electoral understanding in the 5th Sangsad election and the Jamaat also supported the BNP in forming the government in 1991.

THE ISLAMISTS AND A CHAINGING RELATIONSHIP WITH THE AL ANDTHE BNP

After the election of 1991 BNP, Jamaat made government but due to disagreement over various issues, the BNP-Jamaat understanding began to unravel, largely to the Jamaats disadvantage. First of these issues was the issue of Ghulam Azam’s citizenship. The BNP leadership was apparently divised on this issue, which made a bad relation between BNP, Jamaat. Another issue, which made a worse relation is that Shibir and JCD’s clashes where roughly 203 Shibir and some JSD activities were killed.

The BNP government’s economic liberalization policy also had consequences on the NPN-Jamaat relationship, this economic liberalization and the BNP’s ideological conviction, unintentionally but logically increased importance of the Indian goods to Bangladesh. The Jamaat leaders also unhappy about the BNP’s “open air” Policy allowing satellite TV channels in Bangladesh which operating from India. The Jamaat also brought changes against the BNP government for its permissive altitude towards NGOs. Jamaat and other Islamists call them (NGO) as agents of the western-Christian, who engaged in a grand conspiracy against Bangladesh and Islam.

All these caused a rupture in the BNP-Jamaat relationship. Eventually, the Jamaat by 1994, joined hands with the AL and took a tougher and more uncompromising stand in the anti-BNP movement on the issue of the Non-party car taker government system.

A NEW REALITY UNDER THE SECOND AL GOVERNMENT

Hoping to emerge as a balancing force in the 7th Sangsad, the Jamaat contested all 300 constituencies and asked the voters to send it to power. The election results. However, shattered their hpes an Nizami conceded defeat and explained the reasons for the debacle.  The Jamaat accused the other major parties, particularly the AL, of resorting to all sorts of unfair means. The Jamaat also blamed the Chief Election Commissioner (CEC) and the local administrations for being partial to the AL and against the Jamaat.

The pre-election speeches of the Jamaat leaders and party pronouncements revealed optimism about the Jamaat’s emergency as an assertive, autonomous, and decisive force in the post- election politics. Untill mid May 1996, almost all the Jamaat leaders, including Ghulam Azam, had attacked the NBP and Khaleda Zia accusing her a being a pound, arrogant, and power-hungry lady and leading the country do destruction and autocratic direction. They called for preventing BNP’s return to power and putting the Jamaat to power.

ELECTORAL SET BACK AND ORGANIZATIONAL DAMAGE CONTROL

Soon after the elections, the Jamaat leadership realized its ill-conceived strategy and moved to rectify it by joining hands with the BNP. The Jamaat leaders tried to explain away the electoral debacle saying, “there is no defeat in the struggle for the establishment of the Din (rule) of Allah and pleasing Allah is the most important thing.” It was also said, “in the long efforts to please Allah and establish Din, there should be no frustration over the result of an election” and “the Jamaat is not doing politics to go to power by any means.” Therefore, no electoral setback should be viewed as a “permanent loss” and should not preoccupy and body. As Ghulam Azam said, “No defeat is final in this world................ victory hereafter in the final victory.

This allowed the Jamaat a short but necessary breathing space. Although the Jamaat’s Majlish-e Shura, soon after the elections, adopted a “quiet program” and resolved to lend general support to the BNP’s anti-government programs, it was hesitant to join in any anti-AL movement with the BNP as late as August –September 1997. Indeed, it had some apprehension about the BNP’s sincerity about anti-government movement due partly to the perception of an influential section of the BNP leadership f being soft on the AL and opposed to the Jamaat and the Islamists.

THE ISLAMISTS, THE 4-PARTY ALLIANCE AND ELECTIONS

The politico-cultural and religious context forced the Jamaat and other Islamists to recast their political strategy and came into an alliance with the BNP and one or another faction of the JP against the AL government. Thus , after the Pabna-2 by elections, the Jamaat, BNP, a JP faction, and IOJ formed the 4- party alliance. The alliance boycotted the Pourashabha (municipality) elections in January 1999 and all elections under the AL government since then.

The 4- party alliance fought the 8th Sangsad elections in October 2001 jointly to ensure their victory. The Election Results (see Table 2) of the 298 of the total 300 seats show that the Islamists did well with the Jamaat gaining 17 and IOJ gaining 2 seats. For the first time in independent Bangladesh, the Jamaat joined the Cabinet. The results reflected the deep frustration of the electorates with AL rule. The government’s failure in curbing terrorism, controlling corruption, promoting administrative and economic reforms, and economic managemant played of the opposition and its use of the administration for partisan purposes, alienated the AL from the voters. 

The electoral sucess of the Islamists, particularly the Jamaat, also validates the explanation put forth here for the Jamaat’s electoral success in 1991 and debacle in 1996. It is quite fear the Jamaat’s electoral success in 2001 was largely due to its alliance with the BNP as the BNP voters voted for the Jamaat. The IOJ’s victory in two seats can also be attributed to its alliance with the BNP.

THE ISLAMISTS AND THE 3RD AL GOVERNMENT

After 1/11 the military backed care taken government hold 9th general election on 29the December 2008, where all political parties participated mainly two parties leaded as name of grand coalition by AL and 4-party alliance by BNP. Each coalition has some Islamists party where dominated Islamist party Jamaat and IOJ with the BNP. The result of this election was the AL leaded grand coalition won landslide victory and 4-party alliance defected worst. After the formation of new government, started the jurisdiction against war criminals, where the Jamaat and some BNP leaders accused of war criminals and this jurisdiction is going on, which make Jamaat politically and organizational weak.

After the above discussion it can be said that, the Islamists had to travel a long and winding road to come to the point where they stand now. The journey was neither easy nor smooth. The made some serious misjudgments in their journey. From being ostracized for its anti-Bangladesh role in 1971, the Islamists have largely gained legitimacy in Bangladesh politics today. Two of its top leader have for the first time become Cabinet ministers in 2001. Indeed, soon after the creation of Bangladesh despite their violent opposition in 1971, the Islamists realized the “Muslim” nature of Bangladesh and began to pose themselves as the strongest and genuine defenders of Bangladesh’s national independence and sovereignty. 

The Islamists’ political revival and consolidation took place during 1975-1990 under the military – authoritarian governments. The military governments’ domestic and external policies also benefited the Islamists.  The elections performance of the Islamists suggest theta they are for form coming to power through elections, and, more importantly, they cannot yet do well in the elections without an alliance with the BNP. The Islamists’ association with the BNP brings about some moderation in their behavior. The electoral compulsions and its leadership’s upward socio-economic mobility somewhat contributed to the acceptance of non-violent and non-revolutionary paths. It is considered as an Islamic Democratic party.

 

 

REFERENCES

·        The constitution of Bangladesh.

·        S.P. Huntington, The clash of civilization.

·        Talukder Mainruzzaman, Bangladesh politics: Secular and Islamic trends.

·         Mahjfuzul Haque Chowdhury, Thirty years of Bangladesh politics.

·        Muhammad A. Hakim,  The use of Islam as a political legitimization tool: The Bangladesh experience.

·        Anwara Begum, The Role of the Jamaat-e-Islami in the political Development of Bangladesh.

 

ISLAMIC POLITICS IN BANGLADESH: 1971-2010 

-- MD. HELAL UDDIN