অনেক অনেক জানা প্রয়োজন, তবে অল্প জেনে সঠিক প্রয়োগকৌশল জানা আরো বেশি প্রয়োজন।
গল্প লিখতে হলে ভাবনার জগত যেমন প্রসারিত হতে হয় তেমনি কিছু কৌশল অবলম্বন গল্প লেখাকে সহজ করে দেই। তাই জেনে নেই সেই কৌশলগুলো যা প্রয়োগ করে সহজে গল্প লিখতে পারবো।
১. গল্পের কাহিনি: গল্পের প্রাণ দান করতে ব্যতিক্রমি কাহিনি দরকার। গল্পে নতুনত্ব সবার কাছে গ্রহণযোগ্য।
২. গল্পের চরিত্র: কাহিনিকে গতিশীল করতে চরিত্র প্রয়োজন। চরিত্রের বৈচিত্র্য গল্পের ভিন্নতা তৈরি করে।
৩. গল্পের সংলাপ: কাহিনির না-বলা ভাষা প্রকাশ করে সংলাপ। সংলাপ যতো সুন্দর হবে, গল্প ততো গ্রহণযোগ্য হবে।
৪. গল্পের পরিবেশ: কাহিনির পরিবেশ গল্পের সত্যতা বজায় রাখে এবং বিশ্বাসযোগ্যতা বাড়ায়। তাই কাহিনির নিজস্ব পরিবেশ দরকার আছে।
৫. গল্পের ভাষা ও উপস্থাপনশৈলী: গল্পকে শক্তিশালী করতে, অন্য গল্প থেকে পৃথকীকরণে এবং স্বাতন্ত্র দানে গল্পের ভাষা ও উপস্থাপনশৈলী শক্তিশালী হওয়া দরকার।
এই কৌশল অবলম্বন করে সাথে বেশি বেশি গল্প পড়ার মাধ্যমে আপনার গল্প লেখা শুরু করতে পারেন।
গল্প লেখার কৌশল
No comments:
Post a Comment