থিসিস, গবেষণা প্রবন্ধসহ বিভিন্ন বিষয়ে লেখায় তথ্যসূত্র লিখতে হয়। এই তথ্যসূত্র লেখার একটা পদ্ধতি হলো Harvard Reference System. এই পদ্ধতিতে রেফারেন্স লেখার জন্য নিচের নিয়ম অনুসরণ করা যায়।
বই এর এর প্রিন্টেড ভার্সন থেকে যেভাবে Reference লিখবেনঃ
১) লেখক বা সম্পাদকের নামের শেষ অংশ
২) নামের প্রথম অংশের আদ্যক্ষর
৩) যদি সম্পাদিত বই হয়ে থাকে তবে Ed./Eds.
৪) বই প্রকাশের সাল/বছর
৫) বইয়ের শিরোনাম
৬) Edition নাম্বার যদি থাকে
৭) বইয়ের Volume নাম্বার
৮) কোথায় Publish করা হয়েছে তার নাম
৯) প্রকাশকের নাম
১০) পৃষ্ঠা নাম্বার
উদাহরণঃ
Standard books
Tracy, E. (2002) The student’s guide to exam success. Buckingham: Open University Press.
Edited books
Stott,
R., Young, T. and Bryan, C. (eds.) (2001) Speaking your mind: oral
presentations and seminar skills. Harlow: Pearson Education.
(Speak-write series)
Chapter in a book
Bryan, C. (2001)
“Presenting your case”. In: Stott, R., Young, T. and Bryan, C. (eds.)
Speaking your mind: oral presentations and seminar skills. Harlow:
Pearson Education. (Speak-write series). pp. 106-122
বইয়ের অনলাইন ভার্সন থেকে যেভাবে লিখবেনঃ
১) লেখক বা সম্পাদকের নামের শেষ অংশ
২) নামের প্রথম অংশের আদ্যক্ষর
৩) যদি সম্পাদিত বই হয়ে থাকে তবে ed./eds. লিখতে হবে
৪) বই প্রকাশের সাল/বছর
৫) বইয়ের শিরোনাম
৬) বইয়ের edition নাম্বার উল্লেখ করতে হবে যদি থাকে
৭) অনলাইন হলে মিডিয়াম [online] এভাবে লিখতে হবে
৮) কোথায় Publish করা হয়েছে তার নাম(যদি থাকে)
৯) প্রকাশকের নাম
১০) Available from: লিখে যে ebook service থেকে পড়ছেন তার নাম যেমন Google Books
১১) url বা accessed web address টা লিখতে হবে
১২) যে তারিখে Article টা পড়েছেন মানে Accessed date টা লিখতে হবে
উদাহরণঃ
Peate,
I. (ed.) (2010) Nursing Care and the Activities of Living. 2nd ed.
[online]. Chichester: Wiley. Available from: MyiLibrary.
http://lib.myilibrary.com/Open.aspx?id=248322 [Accessed: 24 July, 2012]
Journal এর প্রিন্টেড ভার্সন থেকে যেভাবে Reference লিখবেন:
১) প্রথমে লেখকের নামের শেষ অংশ (Surname)
২) এরপর লেখকের নামের প্রথম অংশের আদ্যক্ষর (Initials)
ক্রমান্বয়েঃ ৩)ব্র্যাকেটের মধ্যে প্রকাশের সাল/বছর
৪) Article টির শিরোনাম
৫) জার্নালের নাম (Bold করে লিখতে হবে)
৬) Volume নাম্বার
৭) যদি Issue নাম্বার থাকে তবে Volume এরপরে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে
৮) পৃষ্ঠা নাম্বার লিখতে হবে। ৩২৩-৩৫৪ এভাবে। কিন্তু,৩২৩-৫৪ এভাবে নয়।
উদাহরণঃ
Avila-Flores, R. and Medellin, R.A. (2004) Ecological, taxonomic, and physiological correlates of cave use by mexican bats. Journal of Mammalogy, 85: (4): 675-687
১) প্রথমে লেখকের নামের শেষ অংশ (Surname)
২) এরপর লেখকের নামের প্রথম অংশের আদ্যক্ষর (Initials)
ক্রমান্বয়েঃ ৩)ব্র্যাকেটের মধ্যে প্রকাশের সাল/বছর
৪) Article টির শিরোনাম
৫) জার্নালের নাম (Bold করে লিখতে হবে)
৬) Volume নাম্বার
৭) যদি Issue নাম্বার থাকে তবে Volume এরপরে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে
৮) Available from মানে যে url থেকে পেপারটি দেখতে পাচ্ছেন তা লিখতে হবে
৯) Date accessed মানে যেদিন আপনি অনলাইনে এটি দেখেছেন সেই তারিখটা উল্লেখ করতে হবে।
Bailey, S. (2005). Assessing the Impact of the Freedom of Information Act on the FE and HE Sectors. Ariadne [online], 42. Available from: www.ariadne.ac.uk/issue42/bailey/ [Accessed 20 June 2012].
ওয়েব সাইট থেকে লিখবেন যেভাবেঃ
১) লেখকের নাম
২) যে দিন লেখাটা Published হয়েছে
৩) পেপারসটির টাইটেল
৪) medium [online]
৫) যেখানে Publish করা হয়েছে (Place of Publication যদি থাকে)
৬) প্রকাশকের নাম যদি থাকে
৭) যে url/web adress থেকে লেখাটা পড়ছেন
৮) যে তারিখে সেটা আপনি access করেছেন সেটা উল্লেখ করতে হবে।
উদাহরণঃ
Environment
Agency (2012) Agricultural Waste [online]. Available from:
http://www.environment-agency.gov.uk/business/sectors/32777.aspx
[Accessed 2 August 2012]
বিস্তারিত- University of Birmingham এর ওয়েবেঃ
https://intranet.birmingham.ac.uk/as/libraryservices/library/referencing/icite/referencing/harvard/referencelist.aspx
Harvard পদ্ধতিতে Online Reference Generator এর উপায়ঃ
যদি এমনটা হয় যে উপরের নিয়ম কানুন বেশ বিদঘুটে মনে হচ্ছে বা থিসিস Ready তে সময় কম তবে অনলাইন জেনারেটর এর সাহায্য নিতে পারেন।
http://www.neilstoolbox.com/bibliography-creator/
https://www.citethisforme.com/
এই সাইট দুটিতে specific কিছু ডাটা চাইবে আপনি তা দিলে আপনাকে সে reference generate করে দিবে।
No comments:
Post a Comment