Saturday, May 7, 2022

কালোর আলো -- মোঃ হেলাল উদ্দিন

 তুমি নিজেকে যতই বলো কালো

তবুও তুমি আমার নয়নের আলো

তাইতো তোমায় আমি বেসেছি ভালো

তোমাকে ভালোবেসে বুঝেছি আমি

তুমিই হলে সত্যিকারের সুন্দরী

তোমার কালো চোখের চাহনি

লাজুক ঠোটের মিষ্টি হাসি

আমি অনেক বেশি ভালোবাসি

তোমার ঐ মেঘ কালো চুলে

যখন আমার চোখ দুটি পরে

সব দুঃখ তখন আমি যাই যে ভুলে

তোমার চোখের নীলে গালের তিলে

পৃথিবীর সব সুখ পাই খুঁজে

তাইতো পারি না থাকতে তোমায় ভুলে

তুমিও যেয়ো না আমায় ভুলে।


                                              
কালোর আলো -- মোঃ হেলাল উদ্দিন

1 comment: