মধ্য রাতের এই ক্ষণে
একা জাগি আনমনে
ভাবনায় তোমার কথা গোপনে
কাঁদি আমি তোমার বিরহে।
সময় আমার কাটে কি করে
একা একা লাগে তোমার বিহনে
তবু সময় যে বয়ে যায় নিরবে
আমি শুুধু রয়ে যাই সেখানে।
এ কেমন সময় আমার হায়
শুধু একা একা কেটে যায়।

 একাকী সময় -- মোঃ হেলাল উদ্দিন 

১১/০২/২০১৯