Thursday, September 15, 2022

তুমি আছো কোথায়? -- মোঃ হেলাল উদ্দিন

 পিপাসিত শুকনো হৃদয়ের জমিন

চাতকের মতো চেয়ে থাকে অন্তহীন। 

সুদূর পরাহত দৃষ্টির সীমানায়

মন শুধু তোমাকে খুঁজে বেড়ায়।

তুমি আছো কোথায়? 

সকালে সোনালী রোদের ছায়ায় 

শেষ বিকালে গোধূলির মায়ায়

তোমার ছবি এ চোখে ঘুরে বেড়ায়।

তুমি আছো কোথায়?

নিশিতে জোসনার জলে ভিজে

মন শুধু তোমায় খুঁজে ফিরে।

স্বপ্নের ভেলায় চলে হৃদয়ের আশা

যদি হয়ে যায় তোমার সাথে দেখা

বলবে খুলে হৃদয়ের জমানো কথা।

দিন শেষে রাত গিয়ে 

চলে আসে নতুর আরেক ভোর

আসোনা তুমি এ হৃদয়ে মোর।

মন তাই বলে যায়, 

তুমি আছো কোথায়?

মেটাতে হৃদয়ের তৃষ্ণা উত্তর খুঁজে একা,

তুমি আছো, তুমি থাকবে  হৃদয়ের মাঝে গাঁথা

তুমি যে আমার এ হৃদয়ের অনন্ত ভালোবাসা।

 

তুমি আছো কোথায়? 

-- মোঃ হেলাল উদ্দিন

Wednesday, September 7, 2022

অনুকাব্য- ০৯ -- মোঃ হেলাল উদ্দিন

(১)

কতোদিন ভেবেছি তোমায়,

পাইনি তব তোমার দেখা।

হঠাৎ করেই পেয়ে যাবো,

হয়তো তাই মোর বসে থাকা।

তুমি আসবে, ভালোবাসবে,

এই ভেবে মোর পথ চাওয়া।


(২)

আজ পেয়েছি তোমায় কাছে,

বলেছি মনে মোর যে কথা আছে।

হয়তো পারনি তুমি তা বুঝিতে,

নয়তো পারিনি তোমায় বোঝাতে।

তুমি বুঝে নিবে, নাকি হবে বোঝাতে,

যে কথা আছে জমা মোর হৃদমাঝারে।


(৩)

জানি পাবো তোমায় আরো কাছে,

নয়তো হারাবো আমি চিরতরে।

তবু ভেবোনা যাবো তোমায় ভুলে,

তুমি আছো যে আমার মনের গহীনে।

------------------

২১.১২.২০১৭

অনুকাব্য- ০৮ -- মোঃ হেলাল উদ্দিন


(১)

কুয়াশাচ্ছন্ন শীতের এই শান্ত সকালে,

ঘুম ভেঙ্গে যায় তোমার কথা মনে পড়ে,

তুমি কি এমন মায়া ছড়ালে এই প্রাণে,

পারিনি একটু ঘুমাতে উষ্ণ কম্বল তলে।

 

(২)

কতোদিন তোমায় দেখিনা,

সেই যে চলে গেলে আর এলেনা,

কেন এমন করো ভাবতে পারিনা,

তোমায় ছাড়া সময় আর যে কাটেনা।

 

(৩)

তোমাকে ভুলে থাকতে চাই,

কিন্তু কেন ভুলতে পারি নাই,

তুমি বলোনা কানে কানে,

কেন আসো দ্বারে বারে বারে।

 

(৪)

মনে পড়ে যায় সেই দিনের কথা,

যেদিন হয়েছিল তোমার সাথে দেখা,

আজ বহুদিন পড়ে মনে হয় তারে,

এইতো সেদিন দেখা হলো তোমাতে।

 
 
____________
মোঃ হেলাল উদ্দিন
২০.১২.২০১৭

অনুকাব্য-০৭ -- মোঃ হেলাল উদ্দিন

 (১)

তুই চাইলে 

আমি হবো নদী, 

তোর ইচ্ছে হলেই 

ভালোবাসার জলে সাঁতার দিবি।


(২)

দূর থেকে দূরে

রবে যতো নিরবে

থাকিবে ততো মম

অন্তরে প্রেম সম।।


(৩)

জীবন তো অনন্ত নয়

ভালোবাসা কি অনন্ত

মনের মাঝে প্রশ্ন জাগে

উত্তর কেউ বলে নাতো!!


(৪)

নিশীথ রাতের শেষে

প্রভাতে আলোর বিচ্ছুরণ

মনেতে দেয় দোলা

হৃদয়ে জাগে শিহরণ

তবু হয়না বলা

হৃদয়ের জমানো কথা

এরই নামি কি তব ভালোবাসা!!

 

অনুকাব্য-০৭ -- মোঃ হেলাল উদ্দিন
 

অনুকাব্য- ০৬ -- মোঃ হেলাল উদ্দিন

 (১)

বলেছিলাম তুমি কবিতা হও

আমি হই কবি,

তোমায় লিখতে লিখতে

তোমায় আবৃত্তি করতে করতে

আমি একটু সুখ খুঁজে পাই যদি।


(২)

বলেছিলাম তুমি আমার কবিতা

আমি তোমার আঁকা ছবি,

তোমার ছবিতে আমার কবিতায়

ছন্দের তালে রঙের ছোয়ায়

আমি সুখ খুঁজে পাই যদি।


(৩)

বলেছিলাম তুমি নায়িকা হও

একটা উপন্যাস লেখি আমি,

ভালোবাসায় সাজানো গল্পে

প্রেমের স্রোতে ভাসিয়ে যদি

সুখের সাগরে একটু ভাসতে পারি।


অনুকাব্য - ০৬ -- মোঃ হেলাল উদ্দিন

অনুকাব্য- ০৫ -- মোঃ হেলাল উদ্দিন

 (১)

রাত যতো গভীর হয়

তোমাকে না পাওয়ার বেদনা ততো তীব্র হয়।


(২)

রাতের গভীরে ঘুমিয়ে সবে

আমি জেগে থাকি তোমাকে পাবার অপেক্ষাতে।


(৩)

রাতের শেষে সূর্য হাসে

তুমি ফিরে আসো নাতো আমার কাছে।


(৪)

জানি তুমি আসবে কাছে

এ জীবনে না হলেও পরজনমে ভালোবেসে।


(৫)

আমি আছি থাকবো অপেক্ষাতে

ইহজনমে পরজনমে ভালোবেসে সবখানেতে।

 

অনুকাব্য- ০৫ -- মোঃ হেলাল উদ্দিন

অনুকাব্য- ০৪ -- মোঃ হেলাল উদ্দিন


(১) 

তোমার চোখের মায়ায়

মুখের ঐ হাসিতে,

মরেছি তো অনেক আগেই

ঝুলেছি প্রেমের ফাঁসিতে।।

 

(২)

অথচ তোমার প্রেমের সুধা
পান করে আমি হতে পারতাম
তোমার প্রেমের তাজ,
আজ সেই প্রেম কেন অন্যখানে বিলিয়ে
তুমি নিঃস্ব রাজ। 

অনুকাব্য-০৪ -- মোঃ হেলাল উদ্দিন


Monday, September 5, 2022

বৃষ্টিভেজা দিনে -- মোঃ হেলাল উদ্দিন

 আজ আকাশের মন খারাপ

নইলে রাঙা প্রভাতেই কেন এতো জল

মেঘ মাতাল আকাশ ভেঙ্গে

বৃষ্টির জলধারা আকাশের কান্না হলেও

আমাকে মনে করিয়ে দেয় তোমার কথা।

বৃষ্টিভেজা বাতাসে খুঁজে পাই

তোমার ভেজা চুলের পাগল করা ঘ্রাণ

এমন বৃষ্টিমুখর ক্ষণে 

তোমাকে বুকের মাঝে পেতে ইচ্ছে করে।

বৃষ্টি পদ্ম পাতার সাথে যেমন খেলা করে

ইচ্ছে করে তেমনি জলজ খেলা করি তুমি আমি

বৃষ্টির রিমঝিম শব্দের মতই 

তোমার চুড়ির শব্দ কানে বাজুক

তোমার উত্তপ্ত নিঃশ্বাস দূর করে দিক

বৃষ্টিভেজা শীতল বাতাস

পরিতৃপ্ত করুক অবাধ্য মনের গোপন ইচ্ছা।

খোলা চুলে লাল টিপে শাড়ির আচঁলে বক্ষ জড়িয়ে

তুমি চলে এসো আমার কাছে।

এমন ইচ্ছের ক্ষণে কেন তুমি দূরে?

তুমি চলে এসো

চলে এসো আমার বক্ষ পিঞ্জরে

আমার ভালোবাসার ছোট ঘরে।।

 

বৃষ্টিভেজা দিনে 

-- মোঃ হেলাল উদ্দিন