Sunday, February 27, 2022

২৯ ফেব্রুয়ারি ও তুমি -- মোঃ হেলাল উদ্দিন

 

আজিকের দিন (২৯ ফেব্রুয়ারি) এসেছিল চারি বছর আগে
তখন ছিলে না তুমি এমন আমারই পাশে।
তুমি এলে, থাকবে তুমি আমার হৃদয়ের মাঝে
জনম জনমে ভালোবাসার সাথী হয়ে অন্তরে।
তুমি আছো, থাকবে তুমি আমার ভালোবাসতে
তোমায় নিয়ে কাটাবো জীবন স্বর্গ সুখের পরশে।
মান-অভিমানে, সুখে-দুঃখে চাই শুধু তোমাকে
তোমাতে আমাতে থাকিতে চাই এই জীবনে।
এমন দিন যেন আসেনা কখনো এই জগতে
যেদিন তুমি থাকবেনা পাশে আমায় ভালোবেসে।
আমি আছি, থাকবো আমি তোমায় ভালোবেসে
কখনো তোমায় যাবোনা ছেড়ে এই জীবন থাকিতে।

 What Day Of The Week Was February 29, 2020? 

২৯ ফেব্রুয়ারি ও তুমি 

-- মোঃ হেলাল উদ্দিন

Friday, February 25, 2022

মধ্যরাতের সেলফি -- মোঃ হেলাল উদ্দিন

 মাঝে মাঝে মনের খেয়ালে
কিছু কাজ করে যাই নিরালে
হয়ে যায় স্মৃতি সময় ফুরলে।
মাঝে মাঝে হৃদয়ের গহীনে
ইচ্ছে জাগে ঘুরে বেড়াই মধ্যরাতে
অশ্বারোহী হয়ে তোমার সাথে।
মাঝে মাঝে তৃষ্ণা জাগে হৃদয়ে
উষ্ণ গরম জলে ঠোঁট দু'টি ভেজাতে
তোমার সাথে মধ্য রাতের ক্ষণেক্ষণে।
যখন হয়না পূরণ মনের ছোট্ট চাহন
ইচ্ছাগুলো করে রাখি সেলফির ফ্রেমে বাঁধন।।

মধ্যরাতের সেলফি 

Tuesday, February 22, 2022

ভালোবাসার নীল নকশা -- মোঃ হেলাল উদ্দিন

 ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি
এ কথা হাজার বার বলা যায় মুখে,
কিন্তু ভালোবাসার প্রকাশ?
ভালোবাসি মুখে বললেই হয়ে যায় না।
ভালোবাসা কার্যে প্রকাশ পায়।
তোমাকে ছাড়া বাঁচতে পারবো না,
তুমি আমার দিন রাত, জীবন, কতো কিছু
কিন্তু? তোমার উপর ভরসা রাখি না।,
তোমাকে বিশ্বাস করতে পারি না,
এরই নাম কি তবে ভালোবাসা?
জানিনা, এখন জানতে ইচ্ছেও করে না।
কারণ, আমার কাছে ভালোবাসা মানে
শৃঙ্খলে আবদ্ধ, বাকরুদ্ধ জীবনের নাম না।
ভালোবাসায় বিশ্বাস থাকার দরকার
বিশ্বাসের মর্যাদা দেয়া দরকার,
ভালোবাসায় স্বাধীনতা থাকা দরকার।
খাঁচায় বদ্ধ করে পাখি পোষার নাম ভালোবাসা না।
খাঁচার বাইরে রেখে ধরে রাখতে পারাটাই ভালোবাসা।
ভালোবাসলে পাখি কখনো উড়ে যায় না,
সে ঘুরে ফিরে তার কাছেই আসে।
কারণ সেই ভালোবাসা অন্য কোথাও পায় না।
ভালোবাসা এমনই হতে হয়,
ভালোবাসা তৈরি হয়, ভালবাসা সৃষ্টি করতে হয়।
ভালোবাসলে বিশ্বাস করতে হয়।
ভালোবাসা হারায় না, হারাতে পারে না।

ভালোবাসার নীল নকশা 

-- মোঃ হেলাল উদ্দিন

Tuesday, February 15, 2022

জোসনা ও প্রেম -- মোঃ হেলাল উদ্দিন

 

শুনেছি আজ রাতের আকাশে নাকি
উঠেছে একখানি ডালির মতো চাঁদ
যার আলোয় ভেসে যাচ্ছে পৃথিবীর
সকল দুঃখের আবাদ আর ভরে উঠছে
প্রেম ভালোবাসার অবাধ জোয়ার।।

খুব ইচ্ছে করে মনটা ভরে দেখি একবার
কি এমন সেই চাঁদের জোয়ার
যে আলোয় উদ্ভাসিত হচ্ছে, খুলে যাচ্ছে
পৃথিবীর রোমান্টিক মানুষের প্রেমের দুয়ার।।

জানালার পর্দা সরাতেই সে আলোর ঝলকানি
ভাবছি একি চাঁদের আলো না টর্নেডো বা সুনামি
জানি না, মনকে আর ধরে রাখতে পারি না
ইচ্ছে হয় হারিয়ে যাই প্রবল গতিধারায়
যে গতি থামানো বড়ই দায়, আমি অসহায়।।

এমন চাঁদের আলো শীতের কুয়াশা ভেদ করে
কেঁড়ে নিয়ে গেল সহস্র মানব মানবীর হৃদয়
পলকেই শান্ত করে দিল এই অশান্ত ধরায়
অজস্র অতৃপ্ত প্রেমাতুর বক্ষ পিঞ্জিরায়।।

চাঁদ ডুবে যায়, আচ্ছন্ন কুয়াশা শিশির হয়ে
ঝরে পড়ে বিন্দু কণায় পাতায় পাতায়
শিশির সিক্ত পত্রগুলো আড়মোরা দিয়ে জাগে
নতুন সূর্যালোকে, নতুন দিনের প্রত্যাশায়
সাথে থাকে স্মৃতির ছোয়া নিয়ে এ ধরায়।।

চাঁদ হারায়, শিশির হারায়, হারায় পিঞ্জিরায়
প্রেমের স্রোত তবু বহে মানব মানবীর হৃদয়
হায়রে প্রেম, এমনি করেই ঝড় তোলে
ভাসিয়ে বেড়ায় হৃদয়ে হৃদয় সময় অসময়।।

জোসনা ও প্রেম 

-- মোঃ হেলাল উদ্দিন
      04.12.2017

Monday, February 14, 2022

মায়াবিনী -- মোঃ হেলাল উদ্দিন

 

 মায়াবিনী
অনেক দিন থেকেই ভাবছি
একটা কবিতা লিখবো, কিন্তু
কবিতার শিরোনাম, পটভূমি যে
খুঁজে পাচ্ছি না।
কেমন করে যে কবিতাটা লিখি
এর সমাধানও মিলছে না।
আচ্ছা, মায়াবিনী
কবিতায় কি শুধুই বাস্তবতা থাকে
না কি মনের কল্পনাও কবিতায় রুপ নেয়,
একবার ভেবে বলবে কি?
কোথায় যেন পড়েছিলাম কবিতাই জীবন
জীবনের নাম-ই কবিতা।
কথাটা কতোটুকু সত্য জানি না
জানতে চাইও না।
আমি জানি, আমার মনের ভাবনাই কবিতা
তা কারো জীবনের সাথে মিলে যেতে পারে
আবার মিলে যেতে নাও পারে এই পৃথিবীর
কোন ধরনের বাস্তবতার সাথে।


মায়াবিনী
আমি আশাবাদী মানুষ
আশাই আমাকে বাঁচিয়ে রেখেছে
পথ চলতে সাহায্য করছে নতুন পথে,
তবু মাঝে মাঝে হতাশার চাদর
আশার পথকে অবরুদ্ধ করতে চাচ্ছে,
আমাকে সামনে আগাতে বাধা দিচ্ছে,
আমি হতাশায় হাবুডুবু খাচ্ছি।
তবু আমি হারতে রাজি না।


মায়াবিনী
হার মানা নামের শব্দ আমার কাছে নাই
কবিতা আমি লিখবোই
শিরোনামহীন কবিতা, পটভূমিহীন কবিতা
তবু জীবনকে থামিয়ে রাখবো না
রাখতে পারবো না, রাখা সম্ভাবও না।
জীবন চলছে, পৃথিবী চলছে
সবকিছুই যেমন আছে, তেমনই থাকবে
বা পাল্টে যাবে অনেক কিছুই।
ভাঙ্গা গড়ার এই পৃথিবীর বুকে
আসবে যাবে এইতো নিয়ম
এই নিয়মের মাঝেই আমি রচনা করব
আমার জীবন।

মায়াবিনী 

-- মোঃ হেলাল উদ্দিন

১০/০৮/২০১৭

Monday, February 7, 2022

আজ এই পথে -- মোঃ হেলাল উদ্দিন

 আজ এই পথেই হবে মোর
জীবনের অবসান
মুক্তি পাবে সকল শান্তিরা
গুছে যাবে সকলের দুঃখ ব্যথা
ভেঙ্গে যাবে বদ্ধ দেয়ালের দরজা
খুলে যাবে সীমাহীন সুখের জানালা।।
আজ এই পথেই হবে মোর
শেষ পথ চলা
আজ ভুলে যাবো জীবনের যতো চাওয়া
ভুলে যাবো জীবনের যতো পাওয়া
ভুলে যাবো, দিয়ে যাবো সব স্বাধীনতা
করে যাবো মুক্ত তোমার সুখের দেখা।।
আজ এই পথে খুঁজে নেব মোর
জীবনের শেষ ঠিকানা
খুঁজে নেব মোর সব ব্যর্থতা আর সফলতা
আজ ফুরাবে তোমার সকল দুঃখ, কষ্ট, বেদনা
ভাঙ্গবে তোমার কষ্টের সীমানা খুলবো তোমার
অসীম সুখের আর পূর্ণতার পর্দা।।
আজ এই পথেই খুঁজে নেব মোর
জীবনের শেষ ঠিকানা
তুমি পাবে না, কোন দিনও পাবে আর
কোন দুঃখ, কষ্ট, যন্ত্রণার দেখা।।
আজ এই পথেই শেষ হবে মোর
জীবনের শেষ পথ চলা।।
আজ এই পথেই শুরু হবে তোমার
সুখের নতুন ঠিকানা।।


আজ এই পথে 

-- মোঃ হেলাল উদ্দিন

Saturday, February 5, 2022

এই বসন্তে -- মোঃ হেলাল উদ্দিন

 

এই বসন্ত বরিষণে

তোমার চাহনির মুগ্ধতা পেয়ে

আমি হারিয়ে যাই ভালোবাসার গভীরে।

যতোই দেখি তোমায়, ততোই হারাই আমায়

জড়িয়ে যাই, তোমার অকৃত্রিম ভালোবাসায়

যেখানে বাঁচার উপায় নাই, না পেলে তোমায়।

এই বসন্তের মধুক্ষণে

তোমায় বলি আমি গোপনে, বলি আমি যতনে

ভালোবাসি তোমায় হৃদয় মন ও প্রাণে চিরতরে।

 

  এই বসন্তে 

Friday, February 4, 2022

জীবন -- মোঃ হেলাল উদ্দিন

 জীবন!
একটা গল্প, একটা কবিতা,
কিংবা একটা উপন্যাস নয়।
যেখানে নায়ক-নায়িকা থাকে,
থাকে প্রেম আর দু'চোখ ভরা স্বপ্ন।
থাকে পাওয়ার অবারিত আনন্দ,
মাঝে মাঝে যদিও না পাওয়ার বেদনা থাকে,
তবে তা বেশী স্থায়ী হয় না।
কিংবা লেখক চায় না সদানন্দের পরিবর্তে
বেদনা ভরা কাহিনী কাউকে শোনাতে।
গল্প, কবিতা কিংবা উপন্যাস
লেখক চাইলেই পাল্টে দিতে পারে সবকিছুকে।
কিন্তু জীবন?
জীবন এক খাটি করুণ বাস্তবতা,
এখানে চাইলেই অবারিত সুখ পাওয়া যায় না,
মুহূর্তেই পাল্টে ফেলা যায় না ভাগ্য রেখা।
জীবন নামের গল্প, কবিতা কিংবা উপন্যাসের
লেখক স্বয়ং বিধাতা,
যিনি একই দিনে সবার উপাখ্যান লিখে দিয়েছেন।
তবে এ উপাখ্যান পরির্বতন হয়,
পরিবর্তন করা যায়।
কিন্তু সে পরিবর্তন এতো সহজ নয়,
আর সবাই পরিবর্তন করতে পারে না।
এই জীবনের গল্পে
কেউ হারে, কেউ জিতে,
কেউ চলে যায়, কেউ টিকে থাকে।
তবু জীবন! জীবনের নিয়মেই চলে।

জীবন 

-- মোঃ হেলাল উদ্দিন
       02/03/2017