Wednesday, June 22, 2022

জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন

 এই পৃথিবীতে আছে সবুজের সমারোহ
আছে সর্বত্র অন্ধকার অহরহ।
আমরা দেখি সুন্দর, দেখি না অন্ধকার
দেখতে চাইনা জীবনের চারিধার।
এই পৃথিবীতে আছে কাশফুলের নরম ছোয়া
আছে কন্টকময় অনেক বিছানা।
আমরা চাই কোমলতা, চাইনা কঠোরতা
আমরা চাই জীবনটা আলোয় ভরা।

আমরা দেখি জীবনের একপক্ষ
দেখিনা অন্যপক্ষে কি আছে লেখা।
জীবন সেতো নয় সর্বত্র সমরেখা
জীবনতো এক জটিল বক্ররেখা।
এই জীবনে নেইতো সরলতার জয়
কুটিলতাই করে দেয় অনেককে পরাজয়।

জীবন এমনই হয়, সে বুঝা বড় দায়
তবু হোক এই জীবনের সর্বত্র জয়।

জীবনের আরাধনা -- মোঃ হেলাল উদ্দিন
-----------------
১৯/১১/২০১৭

Thursday, June 16, 2022

অণুকাব্য- ০৩ -- মোঃ হেলাল উদ্দিন

(১)
কতোদিন ভেবেছি তোমায়,
পাইনি তব তোমার দেখা।
হঠাৎ করেই পেয়ে যাবো,
হয়তো তাই মোর বসে থাকা।
তুমি আসবে, ভালোবাসবে,
এই ভেবে মোর পথ চাওয়া।

(২)
আজ পেয়েছি তোমায় কাছে,
বলেছি মনে মোর যে কথা আছে।
হয়তো পারনি তুমি তা বুঝিতে,
নয়তো পারিনি তোমায় বোঝাতে।
তুমি বুঝে নিবে, নাকি হবে বোঝাতে,
যে কথা আছে জমা মোর হৃদমাঝারে।

(৩)
জানি পাবো তোমায় আরো কাছে,
নয়তো হারাবো আমি চিরতরে।
তবু ভেবোনা যাবো তোমায় ভুলে,
তুমি আছো যে আমার মনের গহীনে।


অণুকাব্য-০৩ -- মোঃ হেলাল উদ্দিন

---------------
২১.১২.২০১৭

অণুকাব্য- ০২ -- মোঃ হেলাল উদ্দিন

 


(১)
হেমন্তের এই জোসনা রাতে,
পড়ছে মনে খুব তোমাকে।
ইচ্ছে করছে হারিয়ে যেতে,
হালকা এই শীতের মাঝে।

 

(২)
একটু কুয়াশাচ্ছন্ন আকাশ,
বইছে সাথে শীতল বাতাস।
এমন শীতলতায় চাইছে মন,
তোমার উষ্ণ একটু পরশ।


(৩)
মেঘ নেই আকাশের বুকে,
তারাগুলো মিটিমিটি জ্বলে।
ওগো প্রেয়সী তোমায় পেলে,
জ্বালাবো মোরা আলো প্রেমে।


(৪)
রাতের বুকে চাঁদ মেলে,
আমার বুকে শুধু তোমাকে।
চাঁদ হারাবে দিনের অালোতে,
তুমি থাকবে সারা জীবন ধরে।


(৫)
হেমন্তের এই মায়াভরা রাতে,
ছড়াও তোমার মায়া আমাতে।
আমি হারিয়ে যাই তোমাতে,
শুধু তোমায় ভালোবেসে জগতে।

 

 অণুকাব্য-০২ -- মোঃ হেলাল উদ্দিন

Wednesday, June 15, 2022

অণুকাব্য- ০১ -- মোঃ হেলাল উদ্দিন

 


(১)

অগ্রহায়ণের রাতের বুকে ছড়িয়ে থাকা
ঘাসের ডগায় শিশির কণা না থাকলেও
এই চোখের পাতায় জলের কণা মিশে আছে।


(২)
গভীর রাতে আকাশ পানে তাকাতে গিয়ে
কুয়াশা বাধার সৃষ্টি করে থাকলেও
চোখ দু'টো মেলে থাকতে কেউ না বাধা দিচ্ছে।


(৩)
রাত ঘুমায়, চাঁদ ঘুমায়, ঘুমায় আকাশের তারা
প্রেমিক জুটি তারাও ঘুমায় বুকে নিয়ে ভালোবাসা
শুধু এই চোখেতে ঘুম নেই আমি একেলা।


(৪)
দিনটা গেল মেঘলা বনে, রাতটাও বুঝি যায়
উঞ্চ হাতের নরম ছোয়া একটু মনে চায়
এমনি করেই কেটে যাবে রাত যে বাকি নাই।


(৫)
মেঘ যে এলো, চলে গেলো
চাঁদাটা সেও লুকিয়ে রইলো
তবু চোখ দু'টো আর নাই বুজলো।

 

 অণুকাব্য-০১ -- মোঃ হেলাল উদ্দিন

Tuesday, June 14, 2022

সময়ের গহ্বর -- মোঃ হেলাল উদ্দিন

জরাজীর্ণ পরিপূর্ণ পূন্যপাপের পরে
বছর ঘুরে আসছে আবার নতুন বছর দ্বারে
অপেক্ষা মাত্র একটি রাত্র বরণ করিতে তারে।
কেউ কষছে হিসাব কি পেলাম এ বছরে
কেউবা ভাবছে বসে হারিয়েছি কতো আহারে
এইতো জীবনের হিসাব মেনে নিতে হবে সহজে।
পেয়েছি বন্ধু স্বজন করেছি কতো আপন দূরে
এই জীবনে হিসেব রাখি কতো কি গোপনে
সবই ফাঁকি যায় যে সময় চলে নিরবে।
রাত্রি শেষে সূর্য উঠে সন্ধ্যা নামে দিন শেষে
অনেক পাওয়ার মাঝে কতো না পাওয়া থাকে
কেউ কি কখনো তার হিসেব রাখে মনেতে।
দিন যায় বছর আসে জীবনের দিন কমে
বছর বাড়তে গিয়ে জীবনের বয়স যায় চলে
তবু আমরা বড় হই চাই বড় আরো বড় হতে।
পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে এসে
দেখি সবই ফাঁকি যা পেয়েছি এই ভুবনে
ছেড়ে যাবো সুন্দর পৃথিবী শূণ্য হাত করে।
তবু আসুক নতুন সময় নব নব সব ভাগ্যে
সবার জীবন হোক পূর্ণ মনের চাওয়া পেয়ে
নব বর্ষের আগমনে এই কামনা সবার তরে।
 

সময়ের গহ্বর -- মোঃ হেলাল উদ্দিন
৩০.১২.২০১৭
 

Saturday, June 11, 2022

একটু চাওয়া -- মোঃ হেলাল উদ্দিন

 

আমার প্রতিটা রাত এক একটা কবিতা

যে কবিতার কবি আমি আর পাঠকও আমি

তুমি সেই কবিতার শুধু নিরব এক শ্রোতা।

জানি তোমার কবিতা শুনতে ভালো লাগে

কিন্তু কবিকে কি তোমার ভালো লাগে?

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে

সত্যিই কি কবি ও কবিতা এই দুই ই তোমার ভালো লাগে?

না কি কবিতা শোনার ভালো লাগা থেকে কবিকে সহ্য করো নিরবে?

আমি কবি, হ্যাঁ আমি কবি শুধু আমার কাছে,

তাই কবিতার মতো ভাবি সবকিছু

কিন্তু বাস্তবতা কি তাই?

সত্যি আমি জানি না, আমি বুঝতে পারিনা।

কবিতার ছন্দ, তাল মিল হয় না অনেক সময়ই

তাইতো মাঝে মাঝে মনে হয় এই কবিকে কারো ভালো লাগেনা

এই কবি ভালোবাসা পাবার যোগ্য না।

তবে আমি চাই, সত্যিই আমি চাই

কেউ একজন এই অখ্যাত কবিকে ভালোবেসে

তার কবিতার ছন্দ, তাল মিল করে দিক।

কেউ একজন মন থেকে আপন করে ভালোবাসুক,

এই কবি ও কবিতাকে।।।

 
একটু চাওয়া -- মোঃ হেলাল উদ্দিন

Thursday, June 9, 2022

সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন

 

সারা বিশ্বে চলছে সবুজের আকাল,
গাছপালা কেটে সব করছে দালান।

বাড়ছে মানুষ, বাড়ছে বাসের স্থান,
কমছে গাছপালা, কমছে সবুজের দখল।

এমন করে চলতে থাকলে আর কিছু কাল,
পৃথিবী হয়ে যাবে বসবাস অযোগ্য স্থান।

তাই এখনই বন্ধ করি উজাড় করা গাছপালা বন,
পৃথিবীকে ফিরিয়ে দেই আবার সেই সবুজের দখল।


 সবুজাভ সংকেত -- মোঃ হেলাল উদ্দিন
১২/১১/২০১৭ ইং

Thursday, June 2, 2022

যুদ্ধ যুদ্ধ খেলা -- মোঃ হেলাল উদ্দিন


 মনের ঘরে চলছে যুদ্ধ
কে হারে কে জিতে
নেই তার খবর
এইতো মোদের জীবন।

আমি ভাবি সব আমারই
মন বলে নেই কিছুই
কি হবে ভেবে দেখি
এই জীবনের ছবি।

যুদ্ধ জয়ে করছি যে ক্ষয়
হবে কি তার লয়
নেই বলে যদি হারি
মানবে কি এই মনের মাঝি।

ভেবে দেখি পাই যে কুল
তবে কি মোর ভাবনা ভুল
মনের যুদ্ধ চলবে তবে
হারবে না হয় জীবন রবে।

এই জীবনে ভাবনা সবই
বাস্তবতায় ফিরবে কবি
মনের যুদ্ধে হারবে না সে
জীবন নামের এই ধরাতে।

জীবন আছে মন থাকবে
যুদ্ধ যুদ্ধ খেলা চলবে
এইতো মোদের জীবন
এইতো মোদের ভূবন।

যুদ্ধ যুদ্ধ খেলা -- মোঃ হেলাল উদ্দিন

২৯/১১/২০১৭