Wednesday, June 15, 2022

অণুকাব্য- ০১ -- মোঃ হেলাল উদ্দিন

 


(১)

অগ্রহায়ণের রাতের বুকে ছড়িয়ে থাকা
ঘাসের ডগায় শিশির কণা না থাকলেও
এই চোখের পাতায় জলের কণা মিশে আছে।


(২)
গভীর রাতে আকাশ পানে তাকাতে গিয়ে
কুয়াশা বাধার সৃষ্টি করে থাকলেও
চোখ দু'টো মেলে থাকতে কেউ না বাধা দিচ্ছে।


(৩)
রাত ঘুমায়, চাঁদ ঘুমায়, ঘুমায় আকাশের তারা
প্রেমিক জুটি তারাও ঘুমায় বুকে নিয়ে ভালোবাসা
শুধু এই চোখেতে ঘুম নেই আমি একেলা।


(৪)
দিনটা গেল মেঘলা বনে, রাতটাও বুঝি যায়
উঞ্চ হাতের নরম ছোয়া একটু মনে চায়
এমনি করেই কেটে যাবে রাত যে বাকি নাই।


(৫)
মেঘ যে এলো, চলে গেলো
চাঁদাটা সেও লুকিয়ে রইলো
তবু চোখ দু'টো আর নাই বুজলো।

 

 অণুকাব্য-০১ -- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment