(১)
হেমন্তের এই জোসনা রাতে,
পড়ছে মনে খুব তোমাকে।
ইচ্ছে করছে হারিয়ে যেতে,
হালকা এই শীতের মাঝে।
(২)
একটু কুয়াশাচ্ছন্ন আকাশ,
বইছে সাথে শীতল বাতাস।
এমন শীতলতায় চাইছে মন,
তোমার উষ্ণ একটু পরশ।
(৩)
মেঘ নেই আকাশের বুকে,
তারাগুলো মিটিমিটি জ্বলে।
ওগো প্রেয়সী তোমায় পেলে,
জ্বালাবো মোরা আলো প্রেমে।
(৪)
রাতের বুকে চাঁদ মেলে,
আমার বুকে শুধু তোমাকে।
চাঁদ হারাবে দিনের অালোতে,
তুমি থাকবে সারা জীবন ধরে।
(৫)
হেমন্তের এই মায়াভরা রাতে,
ছড়াও তোমার মায়া আমাতে।
আমি হারিয়ে যাই তোমাতে,
শুধু তোমায় ভালোবেসে জগতে।
অণুকাব্য-০২ -- মোঃ হেলাল উদ্দিন
ভালো হয়েছে।
ReplyDelete