Tuesday, June 14, 2022

সময়ের গহ্বর -- মোঃ হেলাল উদ্দিন

জরাজীর্ণ পরিপূর্ণ পূন্যপাপের পরে
বছর ঘুরে আসছে আবার নতুন বছর দ্বারে
অপেক্ষা মাত্র একটি রাত্র বরণ করিতে তারে।
কেউ কষছে হিসাব কি পেলাম এ বছরে
কেউবা ভাবছে বসে হারিয়েছি কতো আহারে
এইতো জীবনের হিসাব মেনে নিতে হবে সহজে।
পেয়েছি বন্ধু স্বজন করেছি কতো আপন দূরে
এই জীবনে হিসেব রাখি কতো কি গোপনে
সবই ফাঁকি যায় যে সময় চলে নিরবে।
রাত্রি শেষে সূর্য উঠে সন্ধ্যা নামে দিন শেষে
অনেক পাওয়ার মাঝে কতো না পাওয়া থাকে
কেউ কি কখনো তার হিসেব রাখে মনেতে।
দিন যায় বছর আসে জীবনের দিন কমে
বছর বাড়তে গিয়ে জীবনের বয়স যায় চলে
তবু আমরা বড় হই চাই বড় আরো বড় হতে।
পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে এসে
দেখি সবই ফাঁকি যা পেয়েছি এই ভুবনে
ছেড়ে যাবো সুন্দর পৃথিবী শূণ্য হাত করে।
তবু আসুক নতুন সময় নব নব সব ভাগ্যে
সবার জীবন হোক পূর্ণ মনের চাওয়া পেয়ে
নব বর্ষের আগমনে এই কামনা সবার তরে।
 

সময়ের গহ্বর -- মোঃ হেলাল উদ্দিন
৩০.১২.২০১৭
 

No comments:

Post a Comment