মনের ঘরে চলছে যুদ্ধ
কে হারে কে জিতে
নেই তার খবর
এইতো মোদের জীবন।
আমি ভাবি সব আমারই
মন বলে নেই কিছুই
কি হবে ভেবে দেখি
এই জীবনের ছবি।
যুদ্ধ জয়ে করছি যে ক্ষয়
হবে কি তার লয়
নেই বলে যদি হারি
মানবে কি এই মনের মাঝি।
ভেবে দেখি পাই যে কুল
তবে কি মোর ভাবনা ভুল
মনের যুদ্ধ চলবে তবে
হারবে না হয় জীবন রবে।
এই জীবনে ভাবনা সবই
বাস্তবতায় ফিরবে কবি
মনের যুদ্ধে হারবে না সে
জীবন নামের এই ধরাতে।
জীবন আছে মন থাকবে
যুদ্ধ যুদ্ধ খেলা চলবে
এইতো মোদের জীবন
এইতো মোদের ভূবন।
যুদ্ধ যুদ্ধ খেলা -- মোঃ হেলাল উদ্দিন
২৯/১১/২০১৭
যুদ্ধের অবসান চাই।
ReplyDelete