আমি মুক্তিযুদ্ধ দেখিনি,
দেখছি বিজয়।
আমি বঙ্গবন্ধু দেখিনি,
দেখছি বাংলাদেশ।
শুনছি অনেক গল্প,
পড়ছি অনেক ইতিহাস।
জানছি মুক্তিযুদ্ধ,
চিনছি বঙ্গবন্ধু তোমায়।
বঙ্গবন্ধু মানে ছয়দফা,
বঙ্গবন্ধু মানে একাত্তার।
বঙ্গবন্ধু মানে সাহস-শক্তি,
বিজয় মোদের অবশেষ।
বঙ্গবন্ধু মানে সোনার বাংলা,
মুক্ত স্বাধীন মোরা বাঙালি।
বঙ্গবন্ধু তুমি জাতির পিতা,
আমরা তোমায় ভালবাসি।
মোঃ হেলাল উদ্দিন
১৬.১২.২০১৭
No comments:
Post a Comment