মানব জীবন বড়ই রহস্যময়,
এই জীবনের প্রতিটা পাতায়,
রয়েছে ভরে নানা জটিলতায়।
এই জীবন কখনো স্বচ্ছ জলের মতন,
কখনো ঘোলাটে কালো মেঘের মতন,
কখনো আবার কুয়াশা সকালের মতন।
মানব জীবন বড়ই মধুর বড়ই বেদনা বিধুর,
কখনো হাসে কখনো কাঁদে কখনো নিশ্চুপ,
কখনো বয়ে চলে কখনো হারায় চলার পথ,
কখনো অপূর্ণ কখনো পেয়ে যায় পূর্ণতার সব।
তবুও মানব জীবন বয়ে চলে জীবনের মতন,
বয়ে চলে, পার হয়, বাধা আসে, দুঃখ অাসে,
তবু নাহি থেমে থাকে, তবু নাহি ভেঙ্গে পড়ে,
যদি পায় সফলতা, যদি হয় পূর্ণতা এই আশায়,
মানব জীবন কাটিয়ে দেয় জীবনের প্রতিটা সময়।
©Md. Helal Uddin®
_____10/03/2017____
No comments:
Post a Comment