Thursday, May 26, 2022

আজ জন্মদিন তোমার -- মোঃ হেলাল উদ্দিন

 যেই শিশুটি জন্মে ছিল এই দিনে

এক গাঁয়ে নিরানব্বই বছর পূর্বে

ভেবেছিল কি সেই হবে জাতির পিতা

চল্লিশ বছর পরে এই বাংলার বুকে

জেনেছিল কি সেই দেবে স্বাধীনতা

পরাধীন এই বাঙালী জাতিকে।

যেই শিশুটি জন্ম নিয়েছিল এই দিনে

সেই শিশু একদিন হয়ে উঠলো

গরিব দুঃখীর সহায়তার হাত

হয়ে উঠলো নির্যাতিত মানবতা অবতার।

সাহায্য করল, প্রতিবাদ করল

করল সংগ্রাম দিন রাত

জেল জুলুম সহ্য করলো জীবনভর

মুক্ত করল, স্বাধীনতা দিল

দিল এই বাংলাদেশ উপহার।

যেই শিশুটি জন্মেছিল এই দিন

সেই শিশুটি আর কেউ নয়

সেই হলো বাঙালী জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আজ জন্মদিন তোমার সেই মহান নেতার।

 

 

 Bangabondhu Sheikh Mujibur Rahman - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - Photos |  Facebook

 আজ জন্মদিন তোমার -- মোঃ হেলাল উদ্দিন

1 comment:

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    আজ জন্মদিন তোমার।

    ReplyDelete