মর্ত্যালোকের শক্তি বিশাল সূর্যালোক
জীবনালোকের শক্তি যেমন হৃদয় স্বপ্নাতুর।
ভগ্ন হৃদয় আলোকিত হয় স্বপ্নভরা চোখে
সূর্য যেমন হাস্যোজ্জ্বল করে দিনের শুরুতে।
স্বপ্ন যখন ভেঙ্গে পড়ে ঝরাপাতার মতন
জীবন তখন চলে পথহারা নাবিকের মতন।
সূর্যাস্তে দুঃখ বাড়ে হারায় অকুল আধারে
সেই শোকে চন্দ্র তারার আলো মিটমিট করে।
স্বপ্নগুলো পরলে ঝরে জীবন থমকে পড়ে
পথহারা হয়ে তবে জীবন কেমন করে চলে।
স্বপ্ন সত্য স্বপ্ন মিথ্যা স্বপ্ন বাচাঁর নেশা
স্বপ্নের মাঝে চলছে নিত্য মোদের আশা।
স্বপ্নগুলো মরে যায়, তবু স্বপ্ন জন্ম নেয়
এমন করে জীবন প্রদীপ কখন যেন থেমে যায়।
যেমন সূর্যোদয় সূর্যাস্ত কিংবা মেঘের সাথে লুকোচুরি
জীবনটাও এমন করে করছে বড় ছলচাতুরী।