নিস্তব্ধ রাতের বুকে হেঁটে বেড়িয়েছি, বহু বার
কি নিরব, কি নিবির সেই রাতগুলো
কখনো জোসনায় শোভিত খোলা রাস্তা
কখনো নিকষ অন্ধকারের শুনশান পথ
যেখানে থাকে না প্রাণের চিহ্ন, মাঝে মাঝে প্রাণিরও
ঠিক যেমন কোন স্বপ্নহীন যুবকের হৃদয়
যন্ত্রণায় বিদগ্ধ, তবু আশারা উঁকি দিয়ে যায়
মনে হয় মরিচীকা ডেকে বেড়ায়, একা নিরালায়
রাতের বুকে জীবন দেখেছি, স্বপ্ন উড়িয়েছি,
আবার হারিয়েছি দুঃখ, শান্তি, ভালোবাসা
কেউ জানেনি, রাত যে জীবনের কথা বলে
রাত যতো গভীর হয়, জীবন ততো নিষ্ঠুর হয়
ভেঙ্গে চুরমার করে দেয় স্বপ্নে সাজনো বাসর
খুঁজে ফিরে নিশ্চিত ঠিকানা, জীবনের মায়া
এমন নিশির আলোয় জীবন ভরিয়েছি, দুঃখ ভুলেছি
কেউ জানেনি, বুঝবে কেমন করে তারা
জীবন মানে রাতের আঁধারে ছুটে চলা।।
আঁধারে ছুটে চলা জীবন
No comments:
Post a Comment