সময়টা বড়ই বেরসিক
আর কাজগুলো
তার মাঝে রোমান্টিকতার ছিটে ফোটাও নেই।
কতোদিন তোমাকে নিয়ে
কীর্তণখোলার তীরে যাই না,
খোলা আকাশের নিচে
সবুজ ঘাসের বুকে
তোমার হাতে হাত রেখে
ভালোবাসার কথা বলা হয় না।
হেমন্তের কাশফুল, শরতের নীল আকাশ, ফাগুনের পলাশ ফোটা বিকেল
তোমার সাথে ঘুরে বেড়ানো
অনেক করে পেতে ইচ্ছে করে।
এইযে আষাঢ়, হঠাৎ করেই ঝুম বৃষ্টি
ইচ্ছে করে তোমায় নিয়ে
অবগাহন করি বৃষ্টির জলে।
বৃষ্টির জলে ভিজে যাক তোমার ঠোট, কপালের টিপ, শাড়ির আচঁল
আমি চেয়ে থাকি অপলক।
সময় বয়ে যাবে, থাকবে শত ব্যস্ততা
থাকবে সংসারের টানাপোড়ন
তারই মাঝে থাকতে হবে
তোমার আমার ভালোবাসার বন্ধন।
সময়ের নিষ্ঠুরতা
২৭/০৮/২০১৮
No comments:
Post a Comment