একবার ভালোবেসে দেখো
আমার বুকের জমিন লিখে দিবো তোমার নামে
আমার অন্তর আত্মায় বসত গড়বে শুধুই তুমি
আমার সমস্ত দেহজুড়ে তোমার ভালোবাসার চাষ হবে
তুমি জল দিবে আর আমি দিব তৃঞ্চা
নতুন করে জন্ম নিবে সবুজ চারা।।
একবার ভালোবাসি বলে দেখো
আমার আমাকে বিলিয়ে দিবো তোমাতে
তুমি তোমার মতো নিজ হাতে গড়ে নিবে আমায়
তোমার সমস্ত দুঃখ নিড়ানি করে দিবো
সবুজের সমাহোরে ভরে উঠবে তোমার হৃদয়
তুমি পুলকিত হবে নানান ফুলের ছোয়ায়
ফুলের সৌরভে ভরে যাবে জমিন
আসমান থেকে তাকিয়ে দেখবে বিধাতা
বলবে দেখো একেই বলে পবিত্র ভালোবাসা।।
No comments:
Post a Comment