Thursday, January 27, 2022

ঢাকার শহর -- মোঃ হেলাল উদ্দিন

 ঢাকার বাতাসে সীসা উড়ে

উড়ে সীসা মানুষেরও মনে

তবু মানুষ এই শহরে আসে।

এই শহরে আছে অনেক অলিগলি

আছে অনেক স্বপ্ন দেখার ঝুলি

সেখানে খুঁজে মানুষ তার স্বপ্ন গুলি।

স্বপ্নের পিছে ঘুরে ফিরে

কেউ হয় সফল স্বপ্ন জয়ে

কেউবা ফিরে স্বপ্ন হারিয়ে

নিজের আবাস ভূমে

তবু মানুষ এই শহরে আসে।

শহর শহর ঢাকার শহর

আজব শহর ঢাকা

এই শহরে হয় অবিরত

 স্বপ্ন ভাঙ্গা গড়ার খেলা।


ঢাকার শহর

মোঃ হেলাল উদ্দিন

০৮/১১/২০১৯

Sunday, January 23, 2022

জীবনের স্বপ্ন ও বাস্তবতা -- মোঃ হেলাল উদ্দিন

 

অনন্ত এ ধরনীর বুকে
বেধেছি বাসা আমি কোন একক্ষণে
ভেবে দেখিনি কি তার ভূত-ভবিষ্যৎ
ভেবে দেখিনি কি-বা তার অছিহত
শুধু ভেবেছিলাম
জীবন মনে হয় এমনই!
কিন্তু দেখি হায় এতো কোন ভাবনা নয়
এতো কোন কল্পনা নয়, নয় কোন স্বপ্ন
জীবন, সেতো এক খাঁটি করুণ বাস্তবতা।

অনন্ত এ ধরনীর বুকে
বাসা বেধে মনের সুখে
ভেবেছি থাকবো সুখে দিনে রাতে
ভাবিনি এ ধরনী নয় শুধু সুখের তরে
ধরনীর বুকে আছে আরো অনেক মায়ার বাধন
আছে আরো পিছু চাহন, আছে বহুজন বহুপ্রান্তে
জীবন মনে হয় এখন এমনই!
এখানে একা থাকা দায়, দু'জনাতেও নয়
থাকতে হবে সবাই সাথে, সবার সাথে
নয়তো পাবেনা সে সুখের দেখা
যে সুখের আশাতে ঘর বাধা এই ধরনীতে।


অনন্ত এই ধরনীর বুকে
যদি কেউ থাকতে চায় সুখে
যদি কেউ যেতে চায় শান্তির স্পর্শে
তবে তাকে ধরতে হবে মূল সহকারে
কেননা কথায় বলে,
'গাছের মূল কাটিয়া জল ঢালিলে
সেই গাছ আর বাঁচে নারে'
তাইতো মনে রাখতে হবে, সাথে থাকতে হবে
সবার সাথে, ভালোবেসে সবাইকে একসাথে।


অনন্ত এই ধরনীর বুকে
এই কামনাই করি সবার তরে
সবাই যেন থাকি সুখে, সবার সাথে একসাথে
জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে
হিংসা-দ্বেষ ভুলে গিয়ে, অহমিকা ত্যাগ করে
পূরণ করি মনের সেই ইচ্ছাটাকে
চির সুন্দর এই ধরনীর বুকে।

 জীবনের স্বপ্ন ও বাস্তবতা 

-- মোঃ হেলাল উদ্দিন
২৩/০৮/২০১৭ ইং

তোমাকে চাই -- মোঃ হেলাল উদ্দিন

  দিন শেষের অবসন্ন দেহে

 শেষ বিকেলের মৃদু আলোতে

 হালকা শীতের মাঝরাতে

 কুয়াচ্ছন্ন জোসনার মৃদু আলোতে

 কিংবা সকালের সোনালি রোদে

 পেতে চাই বারে বারে তোমাকে

 আমার সারাটা জীবন ধরে।

 
তোমাকে চাই 

Friday, January 21, 2022

কবিতা আমার ভালো লাগেনা -- মোঃ হেলাল উদ্দিন

প্রেমিকা :- কতোবার বলেছি কবিতা শুনতে পড়তে
আমার ভালো লাগেনা তবু কেন এই কবিতা?

কবি -: কবিতা সেতো কল্পনা বাস্তবতার নিরিক্ষে দেখা
তাই কি তোমার ভালো লাগেনা এই কবিতার কথা?

প্রেমিকা :- জানিনা আমি জানতেও চাইনা কেন এমন হয়
তবু কেন তুমি কবিতা লিখে যাও অযথাই?

কবি -: কি করবো বলো আমার সময় যে কাটেনা
এই গদবাধা বন্দি জীবনে এই শান্তি যে চাই?

প্রেমিকা :- তাই বলে শুধু কবিতায় শান্তির দেখা
আর কি কিছুই করার তোমার নাই?
এই যে দেখ কতো জন কতো কিছু করে
কেউ ক্যারাম, ভলিবল কেউবা ব্যাটমিন্টন খেলে,
আবার দেখ কেউ শুধু পড়ে আর পড়ে
কেউবা কাউকে নিয়ে ঘুরে আর ঘুরে
তোমার কি তেমন কিছুই করার নাই?

কবি -: আছে রে ভাই আছে সব কিছুই করতে পারি
নেইতো মানা তাতে, তাই বলে কি তা করতে হবে?

প্রেমিকা :- বুঝেছি বুঝেছি নিজেকে ভাবতে চাও এক কবি
তাই কবিতা লিখে করো সবাইকে মহা বিরক্তি?

কবি -: কবিতা তোমার ভালো লাগেনা এই কথা মানি
তবু থামবেনা আমার এই অযথা বকবকানি।

প্রেমিকা :- কবিতা আমার ভালো লাগেনা বলছি আবার আমি।
___________________________

 

কবিতা আমার ভালো লাগেনা 

২৯.১২.২০১৭

Thursday, January 13, 2022

উদাসী বালিকা -- মোঃ হেলাল উদ্দিন

 কোন এক উদাসী বিকালে

উদাসী কারো পথ চেয়ে

তাকিয়ে তুমি উদাস নয়নে,

এমনি ক্ষণে দেখা তোমার সনে

তুমি ফিরে চাওনি আমার পানে

আমি তবু ভুল বুঝিনি তোমারে।

তোমার অমন চাহনি দেখে

তোমার অমন নয়নে তাকিয়ে

আমি যাই প্রেমে পড়ে বারে বারে,

তুমি ফিরে তাকাওনি বলে

বলিতে পারিনি তোমার সনে

তাই লিখে যাই কবিতার ছলে।

আমি মনের কথা যাই লিখে

যদি কখনো পড়ে তোমার চোখে

তুমি বুঝে নিও ভালোবাসি তোমারে।

উদাসী বালিকা

তুমি বুঝে নিও আমার মনের কথা।

--------------------


উদাসী বালিকা 

-- মোঃ হেলাল উদ্দিন

তুমি আমার কবিতা -- মোঃ হেলাল উদ্দিন

তোমায় দেখেছি গোপনে
দেখেছি যতনে
দেখেছি তোমায় হৃদয়ের
গভীর গাহনে।
কতোদিন ভেবেছি আর নয়
গোপন দেখা
আর নয় দূরে দূরে থাকা
তবু হয়নি তা করা
তুমি যা ভাবো, তুমি যা করো
নেই তো মানা
শুধু বলে যাই হৃদয়ের জমানো কিছু কথা
তোমার নয়নে আমি স্বপন দেখেছি
তোমার বদনে আমি মায়া পেয়েছি
তোমার হাসিতে পেয়েছি সুখের ছোয়া
তুমি নয়তো হেলেন, নয়তো বনলতা
তুমি যে শুধু, শুধুই আমার কবিতা

তুমি আমার কবিতা 
 

Sunday, January 2, 2022

হেমন্ত ভাবনা -- মোঃ হেলাল উদ্দিন

 শরতের ঝড়া শিউলি ফুলের মতন
হেমন্তের বিকেলগুলো মোর ফুরিয়ে গেল
তবু তোমায় নিয়ে ঘুরে দেখা হলনা শেষবেলা।

যেখানে মাঠের শেষে সবুজের সাথে মিশে আছে
হালকা কুয়াশামাখা সূর্যাস্তের রঙিন খেলা
আমার দেখা হলনা তোমায় নিয়ে সেই মেলা।

হেমন্ত ভাবনা 

--  মোঃ হেলাল উদ্দিন

_______
29.11.2017

সত্যি নয় স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

 তোমার সাথে এমন করে দেখা হবে
তা আমি ভাবতেও পারিনি,
কিন্তু না, শেষ পর্যন্ত দেখা হয়েই গেল।
তোমাকে একবার দেখবো বলে
কতোবার পরিকল্পনা করেছি,
কিন্তু না, কোন পরিকল্পনাই কাজে লাগেনি।
তোমাকে একটি বার আর দেখা হয়ে ওঠেনি।
কিন্তু আজ? আজ যেন মেঘ না চাইতেই বৃষ্টি।
আজ তোমার সাথে দেখা হয়েই গেল।
এমন করে তোমার সাথে দেখা হবে,
তোমার সাথে একটুখানি কথা হবে,
তা আমার স্বপ্নেও ভাবনা আসেনি।
তবুও তাই হয়ে গেল,
তোমার দেখা পেলাম, কথা বললাম।
জানো, তুমি দেখতে অনেক সুন্দর
অপলক তোমার চাহনি,
মিষ্টি তোমার মুখের হাসি,
তোমার কন্ঠের মধুরতা আকুল করার মতো,
সত্যিই তুমি অনেক সুন্দর।
তোমার কন্ঠের সুমধুর হাসি শুনে
আমার ঘুম ভেঙ্গে গেল,
জেগে দেখি তুমি নেই।
তবে কি আমি স্বপ্ন দেখলাম?
তাই হবে হয়তো, এতো সত্যি হবার নয়।

  ________________
  Md. Helal Uddin
        07/02/2017