Tuesday, June 17, 2025

জোসনা রাতে -- মোঃ হেলাল উদ্দিন

 

চলো
এই জোসনা রাতে
হাত রেখে তোমার হাতে
হেঁটে চলি অজানার পথে
নতুন স্বপ্নের সন্ধান পেতে
তুমি আমি দু'জনে।।
 
চলো
এই জোসনা রাতে
মাঝ নদীতে নৌকায় বসে
জোসনার আলোয় ভিজে
মাথা রেখে তোমার কোলে
সুখের স্বপ্নটা বুনি দু'জনে।।
 
চলো
এই জোসনা রাতে
ভিজি জোসনার আলোতে
স্বপ্ন কুড়াই এক অজানা সুখেতে
কাটাই প্রহর জোসনায় ভিজে
ভালোবেসে তুমি আমি দু'জনে।।
জোসনা রাতে -- মোঃ হেলাল উদ্দিন
♥♥♥♥♥
18.10.2016

নিরব রাত্রির কাব্য -- মোঃ হেলাল উদ্দিন

 চারিদিকে অন্ধকার

একা আমি বদ্ধ ঘর

নিরব নিশিথে

জেগে উঠে হাহাকার

তৃঞ্চা জাগে হৃদয়ে

ভালোবাসা খোঁজে মিলনের

তৃঞ্চার্ত হৃদয় পায় না খুঁজে তারে

মধ্য রাত্রির পরে

মাটির দেহ নিরব হলে

জেগে উঠে রক্ত কণিকা

টগবগিয়ে দৌঁড়ে বেড়ায়

নরম সবুজ তৃণের সন্ধানে

নরম ঘাসের ঘ্রাণ

আরো পাগল করে দেয়

ইচ্ছে করে চিবিয়ে নিতে

শেষ রসটুকো পর্যন্ত।

 

নিরব রাত্রির কাব্য -- মোঃ হেলাল উদ্দিন

জীবনের গল্প -- মোঃ হেলাল উদ্দিন

দশমাস দশদিন গর্ভে ধারন করে মা
নিয়ে এলো এই পৃথিবীর আলোতে
জন্মেই কেঁদেছিলাম হেসেছিল সবে
সবার মুখে হাসি এনেছিল কান্নাতে।
দিনে দিনে বাড়ছে সময় কমছে জীবন
এই জীবনে করতে হবে কতো অসাধন
জীবন যুদ্ধে টিকে আছে থাকবে বেঁচে
তবুও কি সব অসাধন হবে জীবনে সাধন।
কত ঘাত-প্রতিঘাত সইতে হয় প্রতিদিনে
শুধু একটি বার তাকিয়ে তাদের মুখপানে
যাদের জন্য এই পৃথিবী দেখা নয়ন জুড়ে
তাদের মতো একদিন হতে হবে নিরবে।
তারা ছিল যাবে চলে দেখে সফলতা
কেউবা নিচ্ছে বিদায় না দেখেই সুখে থাকা
এইতো জীবন এইতো মোদের পথ চলা
এরই জন্য দিনে-রাতে মোদের সাধনা।
মোদের দেখে খুশি তারা দুঃখও কভু থাকে
সুখ-দুঃখ এই নিয়ে ভাবনা সারাটা জীবনে
কভু সফল ব্যর্থ কভু কেউ কারো খোঁজ রাখে
এমনি থাকে মোদের ছোট এই জীবনের গল্পে।
জীবনের গল্প নয়তো অতি অল্প
সুখ-দুঃখ সফল-ব্যর্থ এই নিয়ে চলে
জানিনা কি আছে এই মোদের ভালে
তবু করে যায় সাধন না হইতে অধম।
মনে থাকুক মনে রাখুক এই সাধনা
এক জীবনের গল্প অতি অল্প না।

জীবনের গল্প

 -- মোঃ হেলাল উদ্দিন

কিংবদন্তীর কথা -- মোঃ হেলাল উদ্দিন

'আমি কিংবদন্তীর কথা বলছি'- লাইনটা শুনলেই হারিয়ে যেতে হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য, পূর্বপুরুষের পরিচয়, পরাধীনতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা ইত্যাদির মাঝে। লাইনটা কবি আবু জাফর ওবায়দুল্লাহ'র অমর সৃষ্টি আমি কিংবদন্তীর কথা বলছি কবিতার শিরোনাম এবং এই নামেই প্রকাশিত হয়ে কবিতার বইটিও। যে বইটার১৯৯৫ সালে প্রথম প্রকাশিত হয়েছিলো এবং প্রকাশের পর থেকে এখন পর্যন্ত সমান জনপ্রিয়। বইটিতে মোট ৩৯ টি কবিতা রয়েছে এবং প্রতিটা কবিতাই অত্যন্ত সুন্দর, প্রতিটা কবিতায় আছে আলাদা আদালা আবেদন, নিবেদন, আছো মুক্তির সংগ্রাম, বর্ণনা হয়েছে পরাধীনতার কথা, নির্যাতনের কথা, আছে সাহস যোগানোর মতো দৃঢ়তা। কবিতা যে ইতিহাসের কথা বলে, কবিতা যে মুক্তির ডাক দেয়, কবিতা যে সাহস যোগাতে পারে তার প্রমাণ বইটিতে রয়েছে।
 
আমি শুধু একটা কবিতা নিয়েই দুইটি কথা বলি। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি বাঙালি সত্তার অতীত ঐতিহ্যের সঙ্গে লড়াই, সংগ্রাম ও হার না মানা বীরত্বের জয়গান তুলে ধরেছেন। এ কবিতায় কবির মুক্তির অস্ত্র হচ্ছে ‘কবিতা’ নামক শব্দকল্প। কবি বাঙালির জাতীয় জীবনের মুক্তির আকাঙ্ক্ষা অতীত ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত ‘কবিতা’ নামক শব্দকল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটির শাব্দিক অর্থের চেয়ে ভাবার্থ মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশে বেশি কার্যকর। তাই কবির এই বইয়ের কবিতাগুলো সেভাবেই পড়তে হবে, বুঝতে হবে।
 
 
বইঃ আমি কিংবদন্তীর কথা বলছি
লেখকঃ আবু জাফর ওবায়দুল্লাহ
প্রকাশকঃ অনন্যা
মূল্যঃ ১৫০ টাকা।
 

22.11.2022