Thursday, May 26, 2022

নিরব রাত্রির কাব্য -- মোঃ হেলাল উদ্দিন

 চারিদিকে অন্ধকার

একা আমি বদ্ধ ঘর

নিরব নিশিথে

জেগে উঠে হাহাকার

তৃঞ্চা জাগে হৃদয়ে

ভালোবাসা খোঁজে মিলনের

তৃঞ্চার্ত হৃদয় পায় না খুঁজে তারে

মধ্য রাত্রির পরে

মাটির দেহ নিরব হলে

জেগে উঠে রক্ত কণিকা

টগবগিয়ে দৌঁড়ে বেড়ায়

নরম সবুজ তৃণের সন্ধানে

নরম ঘাসের ঘ্রাণ

আরো পাগল করে দেয়

ইচ্ছে করে চিবিয়ে নিতে

শেষ রসটুকো পর্যন্ত।

 

নিরব রাত্রির কাব্য -- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment