চলো
এই জোসনা রাতে
হাত রেখে তোমার হাতে
হেঁটে চলি অজানার পথে
নতুন স্বপ্নের সন্ধান পেতে
তুমি আমি দু'জনে।।
চলো
এই জোসনা রাতে
মাঝ নদীতে নৌকায় বসে
জোসনার আলোয় ভিজে
মাথা রেখে তোমার কোলে
সুখের স্বপ্নটা বুনি দু'জনে।।
চলো
এই জোসনা রাতে
ভিজি জোসনার আলোতে
স্বপ্ন কুড়াই এক অজানা সুখেতে
কাটাই প্রহর জোসনায় ভিজে
ভালোবেসে তুমি আমি দু'জনে।।
জোসনা রাতে -- মোঃ হেলাল উদ্দিন
18.10.2016
No comments:
Post a Comment