দশমাস দশদিন গর্ভে ধারন করে মা
নিয়ে এলো এই পৃথিবীর আলোতে
জন্মেই কেঁদেছিলাম হেসেছিল সবে
সবার মুখে হাসি এনেছিল কান্নাতে।
দিনে দিনে বাড়ছে সময় কমছে জীবন
এই জীবনে করতে হবে কতো অসাধন
জীবন যুদ্ধে টিকে আছে থাকবে বেঁচে
তবুও কি সব অসাধন হবে জীবনে সাধন।
কত ঘাত-প্রতিঘাত সইতে হয় প্রতিদিনে
শুধু একটি বার তাকিয়ে তাদের মুখপানে
যাদের জন্য এই পৃথিবী দেখা নয়ন জুড়ে
তাদের মতো একদিন হতে হবে নিরবে।
তারা ছিল যাবে চলে দেখে সফলতা
কেউবা নিচ্ছে বিদায় না দেখেই সুখে থাকা
এইতো জীবন এইতো মোদের পথ চলা
এরই জন্য দিনে-রাতে মোদের সাধনা।
মোদের দেখে খুশি তারা দুঃখও কভু থাকে
সুখ-দুঃখ এই নিয়ে ভাবনা সারাটা জীবনে
কভু সফল ব্যর্থ কভু কেউ কারো খোঁজ রাখে
এমনি থাকে মোদের ছোট এই জীবনের গল্পে।
জীবনের গল্প নয়তো অতি অল্প
সুখ-দুঃখ সফল-ব্যর্থ এই নিয়ে চলে
জানিনা কি আছে এই মোদের ভালে
তবু করে যায় সাধন না হইতে অধম।
মনে থাকুক মনে রাখুক এই সাধনা
এক জীবনের গল্প অতি অল্প না।
জীবনের গল্প
No comments:
Post a Comment