মন চায় ভিজতে তোমায় নিয়ে
তুমি কেন থাকো এতো দূরে দূরে
চলে এসো তুমি চলে এসো আমার কাছে।
বৃষ্টির ধারায় মন যে আমার হারায়
ইচ্ছে করে হেটে বেড়াই নিয়ে তোমায়
ওগো মেঘ বালিকা তুমি আজ কোথায়
চলে এসো তুমি চলে এসো আজ হেথায়।
বৃষ্টির সাথে নিয়ে তোমায়।
এমন বৃষ্টির দিনে
তুমি আছো কোথায়।
বৃষ্টি যে এসে চলে যায়।
বৃষ্টি বিলাস