Saturday, June 17, 2023

নীলাঞ্জনা -- মোঃ হেলাল উদ্দিন

 নীলাঞ্জনা
তুমি কোন কথা বলো না
চলো নাকো তুমি একসাথে
শুধু নয়নে নয়ন চাহ্
যদি দেখা হয় কোন ক্ষণিকে।।
তোমাকে এই ক্ষণিক দেখার
অপেক্ষাতে নিশি হয় ভোর
কাটাই আমি তিন প্রহর
যদি তুমি আসো কাটাতে ঘোর।।

নীলাঞ্জনা
তোমার ঠোঁটে মুচকি হাসি
পড়িয়ে দেয় হৃদয়ে ফাঁসি
ফাঁসিতে ঝুলিতে দ্বিধা নেই মনে
যদি ভালোবাসা দেখা দেয় মনে।।
নয়নে নয়নে কওনা কথা
হৃদয়ে জমানো যতো ব্যাথা
নিরবে দহনে যায় থেকে অন্তরে
তব কি রবে দূরে কাঁদিয়ে অনলে।।

নীলাঞ্জনা
নীল দিয়ে যাও যদি প্রেম না দাও
সে নীলে হৃদয়ে রাঙাবো বিরহে
তবু তোমায় চাইবো বারবারে জীবনে।।
তোমার চরণ তলে পড়ি লুটায়ে
প্রেম ভিক্ষারি হয়ে জগত সংসারে
বলি নম তম কন্ঠ ভরায়ে
হে সম্রাজী, গ্রহণ করো মোরে
তোমার ভালোবাসার ভূবনে।।
নীলাঞ্জনা 

Tuesday, June 13, 2023

ব্যক্তি স্বাধীনতা এবং কিছু কথা -- মোঃ হেলাল উদ্দিন

রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি বরাবরই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। রাষ্ট্রবিজ্ঞান আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে নিজে টিকে থাকার পথ তৈরী করে নিতে হয়, কিভাবে ব্যক্তি জীবনে ও রাষ্ট্রীয় জীবনে সফলতা অর্জন করা যায় প্রভৃতি। রাষ্ট্রবিজ্ঞানের গুরু সক্রেটিসের সেই বাণী, "নিজেকে জানো" এবং "সদ্ব গুনই জ্ঞান" বুকে ধরে অবিরত চেষ্টা চলছে নিজেকে জানার, নিজের ভালো গুনগুলো খুঁজে বের করা আর খারাপ দিকগুলো খুঁজে তা থেকে বিরত থাকার চেষ্টায় কাটছে সময়। নিজেকে জানার এই চেষ্টা করতে গিয়েই ব্যক্তি স্বাধীনতা, অন্যের মতামতকে সর্বাগ্রে বিবেচনা করা, অন্যের সুবিধার্থে নিজের মতকে দূরে সরিয়ে রাখা, ভিন্ন মতে সহনশীল হওয়ার মতো অনেক বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে আর এগুলো করতে গিয়ে কর্মময় জীবনের এই স্বল্প সময়েই অনেক ছোট ছোট ভালো এবং মন্দ অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করতেছি। বর্তমান এই সমাজে আপনি যদি বিনয়ী হন তবে আপনি হলেন দুর্বল, আপনি যদি সত্যবাদী হন তবে আপনি হলেন পাগল, আপনি যদি অন্যের মতকে গুরুত্ব দেন তবে আপনি হলেন বোকা, এমনই হলো বর্তমান বাস্তবতা। যেখানে সততা, ন্যায়-নিষ্ঠা, কর্তব্য পরায়নতা, স্পষ্টভাষীদের কোন ধরনের মূল্যায়ণ নেই, যদিওবা মূল্যায়ণ করা হয় সেই সময়ে আর সেই ব্যক্তির এই সমাজে কিছুই দেয়ার থাকে না। নিজেকে জানার এই চেষ্টা থেকে আরো যেটা বুঝতে পারতেছি, বর্তমান সময়ে যে যতো চাটুকর সে ততোই ভালো, যে যতো বেশী বাচাল সে ততো বেশী জ্ঞানী, যে যতো ভালো কল্পনা বিলাসী সে ততো সুখের সন্ধানী, যে যতো বেশী চালাক বা ধূর্ত সেই ততো বেশী ভালো। কবির সেই কথার মতোই, "অদ্ভুত উষ্টের পিঠে চলছে স্বদেশ।" ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে, অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে, অন্যের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটানোর মাধ্যমে নিজেকে জানার এই প্রচেষ্টায় কি হবে জানিনা, তবে আমার বিশ্বাস একটা সময় আসবে যেদিন মানুষজন বাস্তবতায় বিশ্বাসী হবে, সত্যকে বুঝতে পারবে, মানুষ হিসাবে মানুষের মূল্যায়ণ করবে, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হবে। এই সমাজ সংসারের মানুষগুলো সফলতা পাক, নিজেকে জানতে পারুক, অন্যের ইচ্ছা পূরণে সহায়তা করুক সাথে সাথে নিজের ইচ্ছাগুলোর পরিপূরণ বাস্তবায়ন করুক। তবেই এই বিশ্ব সংসারে শান্তির সুবাতাস বইবে, সকল ধরনের হিংসা, কলহ, বিবাদ কিংবা মন মলিণ্য থেকে সবাই মুক্তি পাবে। আমরা কেউই সেই প্রাচীন যুগের কল্পনার রাজ্যে বাস না করি, কেননা কল্পনায় হাজারো সুখের রাজ্য তৈরি করা গেলেও বাস্তব জীবনে সুখের রাজ্য তৈরি করতে গেলে কল্পনা বিলাসী হয়ে বাস্তবতা ভুলে গেলে চলবে না। কল্পনার রাজ্যে সুখের পরিমাপ করা চলে বাস্তব জীবনে এটা বড়ই আপেক্ষিক। যাই হোক জীবনতো একটাই, এ জীবনে সবাই ভালো থাকি আর তার জন্যে যা যা প্রয়োজন তাই করি, কেননা সবার মত এক না এবং সবার চিন্তাও এক না আর আমার চিন্তার মতো-তো না-ই। আমি আমার মনের খেয়ালেই যা খুশি লেখি, কারো ভালো লাগলেও লেখি আর কারো ভালো না লাগলেও না লিখে থাকি না, কেননা আমার মূলমন্ত্র হলো ব্যক্তি স্বাধীনতা আর নিজেকে জানার প্রচেষ্টা।

_________________________

ব্যক্তি স্বাধীনতা এবং কিছু কথা 
২৫/০৩/২০১৭
রামনগর, বরিশাল।

নির্ঘুম রাত -- মোঃ হেলাল উদ্দিন

নির্ঘুম রাত
একা একা জেগে
কি যে এক যন্ত্রণা
কেউ বুঝে না।।

বুঝবে কি করে
কেউ তো আর কারো
মনের খবর রাখে না।।

একা একা
মন পেতে চায় তার দেখা
যে ঘুম পরাবে ঘুম ভাঙ্গাবে
দিবে ভালোবাসা।।

নির্ঘুম রাত
একা বসে ভাবনা
কেন যে ভালো লাগেনা
কেন তুমি আসোনা
ভালো আমায় বাসো না।।

আর যে আমি পারিনা
তুমিহীনা জেগে থাকা
নির্ঘুম রাত
একা একা।।
 
 
নির্ঘুম রাত 

রমজানের অভিযান -- মোঃ হেলাল উদ্দিন

পবিত্র মাহে রমজান
চারিদিকে চলছে অভিযান
তাকওয়া অর্জনের আশায়
 করছে মুসলিমরা উপবাস।

সরকার চালাচ্ছে অভিযান
গড়তে মাদক মুক্ত সমাজ
সাথে ভেজাল নির্মূলে সরকার
আছে সদা সর্বদা তৎপর।

মরছে মানুষ ক্রসফায়ারে
ভরছে লাল দালান অপরাধীতে
তবু কি হায় কমছে অপরাধ
ঘুনে ধরা এই সমাজ থেকে।

তাকওয়া যদি অর্জন করতে চাই
নিজের মনকে নিজেই শুধরাই
মাদক কিংবা ভেজাল মুক্ত করতে সমাজ
যে যার জায়গা থেকে হই সোচ্চার।
তবেই পাব একটা সুন্দর সমাজ।

  রমজানের অভিযান -- মোঃ হেলাল উদ্দিন 

আমাকে ভালোবাসার পর -- মোঃ হেলাল উদ্দিন

 আমাকে ভালোবাসার পর
তোমার বলতে আর কিছু থাকবে না বাকি
থাকবে না তোমার কোন প্রাক্তন
থাকবে না হৃদয়ের গহীনে জমা ভালোবাসা
সে তো সব আমাকে দিয়ে দিবে আমার হতে।

আমাকে ভালোবাসার পর
তোমার তুমি হয়ে যাবে অনেক পর
তোমার চোখে থাকবে সুখের পাহাড়
থাকবে ভালোবাসার নহর
বয়ে যাবে সমুদ্র ছাড়িয়ে মহাসাগর।

আমাকে ভালোবাসার পর
তোমার সকল প্রাক্তনেরা মিছিল করবে মিটিং করবে
আমাকে প্রাক্তন করতে রাজপথে নামবে
শহীদ মিনারে দাঁড়িয়ে সমাবেশে গলা বাড়িয়ে
বলবে তোমার হতে চাই সবে।

আমাকে ভালোবাসার পর
অন্তর আত্মাজুড়ে তুমি হয়ে যাবে আমার
আমার জন্য পাল্টা বিপ্লবী হবে তুমি
পল্টনের মহা সমাবেশে দাঁড়িয়ে ঘোষণা করবে
আমাদের ভালোবাসা কতো চির মহান।

আমাকে ভালোবাসার পর
তোমার তুমি হারাবে আমার মাঝে
তোমাকে খুঁজে নিবে আমার অস্তিত্বে
তুমি বিদ্রোহ করবে সকল নিয়মের বিরুদ্ধে
তুমি বাসর সাজাবে বাউন্ডলকে ঘরে রাখতে।

আমাকে ভালোবাসার পর
তুমি আত্মীয় স্বজন ছাড়বে আগে
ভুলে যাবে যা ছিলে প্রাক্তনে জগত জুড়ে
ভুলে যাবে তোমার শহর নদী কোলাহল
নয়ন জুড়ে থাকবে আমার ভালোবাসার শহর।

আমাকে ভালোবাসার পর
তোমার কোন ইচ্ছে অবশিষ্ট থাকবে না
কোন ভালোবাসা অপূর্ণ থাকবে না কোন দিন
থাকবে না দুঃখ কষ্ট ঋণ কোন দিন
থাকবে শহরজুড়ে মিছিল মিটিং পিকেটিং।

আমাকে ভারোবাসার পর
তুমি আমি হবো সাগর মোহনার মিল
গড়বো জগত সংসার ফুটাবো রঙিন ফুল
ফুলে ফুলে ভরিবে আঙিনা অমলিন
নাচিবে জগত বাজিবে সুর প্রেম সঙ্গীত।

আমাকে ভালোবাসার পর