Monday, September 25, 2023

ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই -- মোঃ হেলাল উদ্দিন

ভালোবাসা মানে সংগ্রাম

ভালোবাসা মানে পথ চলা অবিরাম

ভালোবাসা মানে হার-জিত

ভালোবাসা মানে খোশ-ভীত

ভালোবাসা মানে পাগলা ঘোড়া

ভালোবাসা মানে বাধায় জোড়া

ভালোবাসা যে ভারী বিষাদ

ভালোবাসায় আর কি সাধ

ভালোবাসা মানে শুধু লড়াই

ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই।।

 

 ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই 

-- মোঃ হেলাল উদ্দিন

Monday, September 11, 2023

বই প্রকাশে লেখকের প্রস্তুতি কেমন হতে হবে -- মোঃ হেলাল উদ্দিন

ফেসবুকের কল্যাণে আমরা সবাই কম বেশি লেখালেখি করে থাকে কিন্তু তা কেবলই ভার্চুয়াল। তবে এই ভার্চুয়াল থেকেই অনেক এ্যাকচুয়াল লেখকের সৃষ্টি হয়ে থাকে। কিন্তু আজকে যে বইটি নিয়ে কথা বলবো তা হলো সেই সব লেখকদের জন্য যারা লেখাকে পূর্ণ বা খন্ডকালীন পেশা হিসাবে গ্রহণ করতে চান তাদের জন্য। বইটি হলো 'বই প্রকাশে লেখকের প্রস্তুতি', লিখেছেন বদিউদ্দিন নাজির।

ফিকশন ও নন-ফিকশন উভয় প্রকার বইয়ের লেখক যাতে প্রকাশকদের চাওয়া অনুযায়ী আকর্ষণীয় পাণ্ডুলিপি তৈরি করতে পারেন সেই লক্ষ্যে কিছু দিকনির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে এ বইটিতে। সব বয়সের পেশাদার, অপেশাদার, শৌখিন-- সব ধরনের লেখক এই বইয়ে শিক্ষণীয় ও অনুশীলনযোগ্য কিছু না কিছু পাবেনই। বিশেষত যারা নতুন লেখক তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ।

মুদ্রিত বইয়ের একজন লেখক হয়ে উঠার জন্য রয়েছে সার্বিক পরামর্শ, যা বইয়ের অধ্যায়গুলোর দিকে নজর দিলে সহজেই অনুমেয়। অধ্যায়সমূহে রয়েছে-- পাণ্ডুলিপির বিষয়ে প্রকাশকদের পছন্দ-অপছন্দ, লেখার অভ্যাস গড়ে তোলা, বই লেখার জন্য গবেষণা, পাঠক আকর্ষণে অব্যর্থ তিনটি উপায়, বই লেখায় কয়েকটি গুপ্ত বিপদ, কপিরাইট ও অনুমতিপত্র, থিসিস থেকে বই, রিভিজন ও সেল্ফ-এডিটিং, প্রুফরিডিং, বইয়ের ইনডেক্সিং বা নির্ঘন্ট প্রণয়ন, প্রকাশকের সঙ্গে চুক্তি এই এগারোটি অধ্যায়। এর বাইরে লেখক-প্রকাশকের চুক্তির একটি নমুনা এবং ইংরেজি থেকে বাংলা পরিভাষা পরিশিষ্ট হিসাবে রয়েছে।

বইটির মাধ্যমে একজন লেখককে লেখক হবার জন্য সকল বিষয়ে সুন্দর ও সঠিকভাবে দিকনির্দেশনা ও পরামর্শ পাওয়ার পথ উন্মুক্ত করা হয়েছে। তাই যারা লেখক হতে আগ্রহী তাদের জন্য বইটি হতে পারে পথ প্রদর্শক।

 

 

বইঃ বই প্রকাশে লেখকের প্রস্তুতি

লেখকঃ বদিউদ্দিন নাজির

প্রকাশকঃ কথাপ্রকাশ

মূল্যঃ ৫০০ টাকা।।

 
                                                  28.11.2022

Monday, September 4, 2023

তোমার ভাবনায় -- মোঃ হেলাল উদ্দিন

দূর দিগন্তের পানে তাকিয়ে
ভাবছি শুধু তোমার কথা।
রৌদ্র ঝলমলে ঐ আকাশের পানে
যখন চোখ পড়ল,
তোমার মায়াভরা মুখখানি চোখের সামনে
ভেসে উঠলো।
নদীর জলে রোদের খেলা
ঠিক যেন তোমার মুখরতা,
স্বচ্ছ জলের বুকে সূর্যের ছায়া
এ যেন তোমার আনন্দভরা চোখের ভাষা।
তোমার এ চোখের ভাষা পড়তে চাই
সারা জীবন, পড়ছি যেমন এখন।
তোমার পাশে থাকতে চাই
এমনি ঝলমলে রোদের আলোর মতন
হাসি খুশি তুমি আমি
আমাদের সারাটা জীবন।
*---------------------------*
 
তোমার ভাবনায়
০৮/০২/২০১৭

পথিক হবে -- মোঃ হেলাল উদ্দিন


এমনি এক মেঠো পথ পাড়ি দিয়ে

আমি হেঁটে চলেছি তোমার পানে

শুধু তোমাকে একবার দেখবো বলে।

আমি হেঁটে চলছি শুধুই হেঁটে চলছি

তবু পথের শেষ হচ্ছে না

তবুও তোমার দেখা মিলছে না।

তুমি কোথায় কতো দূরে

এই পথের শেষ হবে

তবু কি তোমার দেখা মিলবে না।

তোমায় নিয়ে হাতে হাত ধরে

এই মেঠো পথ বেয়ে

স্বপ্নের সীমানায় কি যাওয়া হবে না।

এই মেঠো পথ সবুজ শ্যামল গাছ

যেমনি আছে আমার পাশে

তেমনি করে তুমি কি হবে না

আমার পথিক জীবনের পথে।


10/05/2016

স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন

 একটা স্বপ্ন বাঁচাতে পারে
একটা স্বপ্ন মারতে পারে
একটা স্বপ্ন সুখী করে
একটা স্বপ্ন দুঃখ দেয়
একটা স্বপ্ন কাছে ডাকে
একটা স্বপ্ন দূর করে
একটা স্বপ্ন হাসায়
একটা স্বপ্ন কাঁদায়
একটা স্বপ্ন একটা জীবন
একটা স্বপ্ন একটা মরণ
একটা স্বপ্ন শুধুই স্বপ্ন 

 

 স্বপ্ন -- মোঃ হেলাল উদ্দিন