ভালোবাসা মানে সংগ্রাম
ভালোবাসা মানে পথ চলা অবিরাম
ভালোবাসা মানে হার-জিত
ভালোবাসা মানে খোশ-ভীত
ভালোবাসা মানে পাগলা ঘোড়া
ভালোবাসা মানে বাধায় জোড়া
ভালোবাসা যে ভারী বিষাদ
ভালোবাসায় আর কি সাধ
ভালোবাসা মানে শুধু লড়াই
ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই।।
ভালোবাসা মানে বেঁচে থাকার বড়াই
No comments:
Post a Comment